মাগুরার শালিখা উপজেলার হরিশপুর গ্রাম থেকে অস্ত্র, গুলিসহ তিনজনকে আটক করেছে শালিখা থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দুপুর ১২ টায় গোপন সংবাদের ভিত্তিতে শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেনের নির্দেশে উপ পুলিশ পরিদশর্ক (এস আই) রাকিবুলের নেতৃত্বে এ এস আই রিপন হোসেনসহ সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার হরিশপুর গ্রামের চিত্রা নদীর সাঁকো ঘাট থেকে অস্ত্র ,গুলিসহ তিনজনকে আটক করে শালিখা থানা পুলিশ।
আটককৃতরা হলেন জিসান মোল্লা, ইয়াসির আরাফাত ও মাহিম খান মিরাজ।
শালিখা থানার ওসি(তদন্ত) মিলন কুমার সাংবাদিকদের অস্ত্র, গুলিসহ তিন জন আটকের তথ্য নিশ্চিত করেন এবং আটককৃতদের বিরুদ্ধে মামলার প্রস্ততি চলছে বলেও তিনি জানান।
সংগ্রহ:রাতদিন
Leave a Reply