বিশ্বকাপ বাছাইপর্ব
বিশ্বকাপের বাছাইপর্বে জিম্বাবুয়ের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল ওয়েস্ট ইন্ডিজের। একইসঙ্গে সেই জয়ে রোডেশিয়ানদের সামনে সম্ভাবনা উঁকি দিয়েছিল বিশ্বকাপের মূল পর্বে খেলার। কিন্তু স্কটল্যান্ডের কাছে হেরে এখন তাদেরই থাকতে হবে বিশ্বকাপের দর্শক হয়ে।
বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচটা ছিল জিম্বাবুয়ের জন্য এক প্রকারে বাঁচা মরার লড়াইয়ের মতো। কিন্তু স্কটল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচে আর শেষ রক্ষা হলো না রোডেশিয়ানদের। স্কটিশদের কাছে ৩১ রানে হেরে বিদায় নিতে হয়েছে তাদের বিশ্বকাপের বাছাইপর্ব থেকেই।
স্কটল্যান্ডের দেয়া ২৩৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে সবগুলো উইকেট হারিয়ে ২০৩ রান তুলতে সক্ষম হয় জিম্বাবুয়ে। আর ৩১ রানের সেই জয়ের সুবাদে বিশ্বকাপের মূল পর্বে এক পা দিয়ে রাখলো স্কটল্যান্ড।
তবে এখনও তাদের ভাগ্য ঝুলে আছে শেষ ম্যাচের ওপর। নিজেদের শেষ ম্যাচে যদি নেদারল্যান্ডের বিপক্ষে তারা হেরে যায় তাহলে তাদেরও থাকতে হবে আসন্ন বিশ্বকাপে দর্শক হয়ে। তখন বিশ্বকাপের মূল পর্বের টিকিট নিশ্চিত হবে নেদারল্যান্ডসের।
বুলাওয়েতে টসে হেরে ব্যাট করতে নেমে শুরুটা ধীরগতির হয় স্কটল্যান্ডের। কিন্তু তারপরও উদ্বোধনী জুটি বেশিদূর টেনে নিতে পারেনি দলকে। দলীয় ৫৬ রানে ওপেনার ক্রিস্টোফার ম্যাকব্রাইড ৪৫ বলে ২৮ রান করে বিদায় নেন চাতারার শিকার বনে। তবে অধিনায়ক ম্যাথু ক্রস ধৈর্য্যশীল ব্যাটিংয়ের মাধ্যমে দলকে টেনে নিয়ে যেতে থাকেন।
দলীয় ১০২ রানে উইলিয়ামসের শিকার হয়ে ৩৮ রানে মাঠ ছাড়েন ক্রস।
এরপর ব্রেন্ডন ম্যাকমুলেনের ৩৪, জর্জ মুন্সের ৩১, মাইকেল লিস্কের ৪৮ রানের সুবাদে ৮ উইকেট হারিয়ে রোডেশিয়ানদের সামনে ২৩৪ রানের পুঁজি দাঁড় করায় স্কটল্যান্ড।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই বড় ধাক্কা খায় স্বাগতিকরা। ৩৭ রান তুলতেই সাজঘরে ফিরতে হয় জয়লর্ড গাম্বি, ক্রেইগ এরভিন, ইনসেন্ট কাইয়া ও সিন উইলিয়ামসকে।
দ্রুত উইকেট পতনের লাগাম টেনে ধরতে রায়ান বার্লকে সঙ্গে নিয়ে ব্যাট চালাতে থাকেন সিকান্দার রাজা। কিন্তু ৩৪ রানে তাকেও ধরতে হয় সাজঘরের পথ।
তবে উইকেটের একপ্রান্ত আগলে ধরে লড়াই চালিয়ে যেতে থাকেন বার্ল। ওয়েসলি মাধভেরাকে সঙ্গে নিয়ে শক্ত হাতে ধরে রাখেন হাল। ৪০ রানে মাধভেরা বিদায় নেয়ার পর অপরপ্রান্ত থেকে বার্ল তেমন কোনো সাড়া পাচ্ছিলেন না।
সংগ্রহ : আরটিভি
Leave a Reply