বাংলাদেশ নারী ক্রিকেটের প্রথম ব্যাটার হিসেবে সেঞ্চুরি করার কৃতিত্ব গড়লেন তিনি। ম্যাচের ৪৮ তম ওভারে দিপ্তী শর্মার বলে চার মেরে নিজের ব্যক্তিগত শতরান পূরণ করেন তিনি। ভারতের বিপক্ষে ব্যাট হাতে সেঞ্চুরি করে ইতিহাস গড়লেন ফারজানা হক পিংকি।আর তাতেই লাল-সবুজের দলে নারী ক্রিকেটের একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম সেঞ্চুরিয়ান হিসেবে নিজের নাম লেখালেন এই ওপেনার। এর আগে বাংলাদেশ নারী ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ছিল ৭৫ রানের।
১৯৯৯ সালে ছেলেদের ক্রিকেটে ওয়ানডেতে বাংলাদেশের হয়ে সর্বপ্রথম সেঞ্চুরি করেছিলেন মেহরাব হোসেন অপি। আর আজ মেয়েদের ক্রিকেটে এ রেকর্ড গড়লেন ফারজানা। আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ভারতের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে ১৫৬ বলে তিন অঙ্ক স্পর্শ করেন ফারজানা। ইনিংসের শেষ বলে রান আউটের শিকার হলেও তিনি খেলেছেন ১০৭ রানের এক ইনিংস।
দেশের হয়ে প্রথম ওয়ানডে সেঞ্চুরির দিনে আরেকটি কীর্তি গড়ার কাছাকাছিও পৌঁছে গিয়েছিলেন ফারজানা। উদ্বোধনী ব্যাটার হিসেবে নেমে উইকেটে টিকে ছিলেন পঞ্চাশতম ওভার পর্যন্ত। ইনিংসের শেষ বলে রানআউট হয়ে যাওয়ায় অপরাজিত থেকে ফিরতে পারেননি। আউট হওয়ার আগে ১৬০ বলে ৭ চারে করেছেন ১০৭ রান।
৩০ বছর বয়সী ফারজানা প্রথম ওয়ানডে সেঞ্চুরির আগে দেশের হয়ে সর্বোচ্চ ওয়ানডে ইনিংস খেলার কীর্তিও গড়েন। মেয়েদের ওয়ানডেতে এত দিন বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ইনিংস ছিল সালমা খাতুনের ৭৫ *, যা খেলেছিলেন ২০১৩ সালে আহমেদাবাদে ভারতের বিপক্ষে।
২০২১ সালে জিম্বাবুয়েতে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ১৪১ বলে ১৩০ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন শারমিন আক্তার। তবে প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র হওয়ায় সেঞ্চুরিটি লিস্ট ‘এ’র সেঞ্চুরি হিসেবে বিবেচিত হয়েছিল।
মিরপুরে ফারজানার সেঞ্চুরির দিনে ভারতের বিপক্ষে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছে বাংলাদেশ। প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৪ উইকেটে ২২৫ রান তুলেছে নিগার সুলতানার দল। এটি ওয়ানডেতে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহও। ভারতের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ ১-১ সমতায় আছে।
Leave a Reply