মন্ট্রিয়েল টাইগার্সের হয়ে সাকিব আল হাসান এবং সারে জাগুয়ার্সের হয়ে খেলছেন লিটন দাস।দক্ষিণ আমেরিকার দেশ কানাডায় অনুষ্ঠিত হচ্ছে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ যাতে খেলছেন দুই বাংলাদেশি ক্রিকেটার। কাল এবারের আসরে এ দুই টাইগার ক্রিকেটারের দল প্রথমবারের মত মুখোমুখি হয়েছিল যাতে জয়ী হয়েছে বিশ্বসেরা অলরাউন্ডারের দল।
গ্লোবাল টি-টওয়েন্টি লিগের কালকের এ ম্যাচে দেশি ক্রিকেট সমর্থকদের আলাদা নজর ছিল সাকিব-লিটনের জন্যই। আর এ দুজনের মুখোমুখি প্রথম লড়াইয়ে ব্যাটে-বলে দুর্দান্ত খেলে জয়ী হয়েছেন সাকিব।
সারের বিপক্ষে ম্যাচে কাল টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল মন্ট্রিয়েল। আর পঞ্চম ওভারে বোলিংয়ে এসে শুরুতেই লিটনের উইকেট নেন সাকিব। তার বলে আউট হওয়ার আগে ১১ বল খেলে ১ ছয়ে ৯ রান করেছিলেন লিটন। এরপর টাইগারদের বিশ্বসেরা অলরাউন্ডার নিয়েছেন আরও দুটি উইকেট।
সব মিলিয়ে চার ওভারে ১৮ রানের খরচায় ৩টি উইকেট নেন সাকিব। ফলে শেষ পর্যন্ত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৩৬ রানের সংগ্রহ পায় লিটনের সারে।
এদিকে দুর্দান্ত বোলিংয়ের পর ব্যাট হাতেও কাল আলো ছড়িয়েছেন সাকিব। তৃতীয় উইকেটে মাঠে নেমে ব্যাট হাতে ১৩ বলে খেলেছেন ২৬ রানের এক ক্যামিও ইনিংস। ৪টি চারের সঙ্গে ১টি ছয় ২৬ রান করে সাকিব আউট হলেও শেষ পর্যন্ত ৯ বল হাতে রেখেই জয় তুলে নেয় মন্ট্রিয়েল টাইগার্স।
Leave a Reply