নিজস্ব প্রতিবেদক :
যশোরে দুই রাতের ব্যবধানে তিনটি মন্দিরের চুরি হওয়ার অভিযোগ পাওয়া গেছে। নগদ টাকা সহ স্বর্ণালংকার, তৈযসপত্র সহ সব মিলিয়ে খোয়া গেছে প্রায় ৭ লক্ষ টাকার সম্পদ।
লেবুতলা ঘোষপাড়া সর্বজনীন কালী মন্দির ২৭ জুলাই সকালে অর্ণব রানী ঘোষ ও রেখা রানী ঘোষ মন্দিরে ঢোকার সময় দেখতে পায় গেটের তালা ভাঙ্গা। এক পর্যায়ে স্থানীয়দের নিয়ে মন্দিরে ঢুকে দেখে চারটি গলার স্বর্ণের চেইন, একটি হাতের বালা।
একটি স্বর্ণের মুকুট। একটি স্বর্ণের বেসলেট। একটি স্বর্ণের কানের দুল। আনুমানিক ১৫০ টি টিপ। সর্বমোট ওজন ৪ ভরি (আনুমানিক) যার বাজার মূল্য ধরা হয়েছে ৪ লক্ষ টাকা (আনুমানিক)
এই ঘটনার দুই দিন পরে ২৯ জুরাই একই ইউনিয়নের দত্তপাড়া সার্বজনীন কালী মন্দির হতে তিনটি স্বর্ণের চেইন। একটি স্বর্ণের আংটি। স্বর্ণের ৩০ পিস টিপ।
যার (অনুমান) ওজন ২ ভরি। যার বাজার মূল্য ২ লক্ষ টাকা। এছাড়াও একটি রুপার মুকুট। আটটি রুপার নূপুর, যায় বাজার মূল্য আনুমানিক ১৬ হাজার টাকা এছাড়া নগদ ১৫ হাজার টাকা চুরি হয়ে যায়।
একই রাতে জয়ন্তী সংঘ সর্বজনীন পূজা মন্দির থেকে প্রদীপ দানি, যার (আনুমানিক) মূল্য এক হাজার টাকা। একটি সংখ দানি। প্রনামি বক্সের থাকা টাকা, আজ্ঞাতো চোরেরা চুরি করে নিয়ে যায়।
স্থানীয়রা চোরদেরকে সনাক্ত করতে না পেরে থানায় অভিযোগ দায়ের করেছেন। পূজা উদযাপন কমিটির সাংগঠনিক সম্পাদক নিশির ঘোষ বাদী হয়ে এই রবিবার কোতোয়ালী মডেল থানায় অভিযোগ করেন।
Leave a Reply