বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সম্পাদক ও যশোর জেলা আওয়ামী লীগের সুযোগ্য সদস্য আলহাজ্ব ইঞ্জিনিয়ার আরশাদ পারভেজের বাঘারপাড়াস্থ রাজনৈতিক কার্যালয় আজ সোমবার সন্ধ্যায় উদ্বোধন করা হয়।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা আওয়ামী মৎস্য জীবীলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক এম. সেলিম রেজা বাদশাহ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা আওয়ামী মৎস্য জীবীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমাম হোসেন,
উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাসান ইমাম পলাশ, বাঘারপাড়া উপজেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক সুলতান আহমেদ, উপজেলা মৎস্য জীবীলীগের আহবায়ক ও সদস্য সচিব যথাক্রমে কৃষিবিদ এনায়েত হোসেন লিটন ও অশোক সাহা,
পৌর মৎস্য জীবীলীগের আহবায়ক আবুল কালাম আজাদ, জামদিয়া ইউনিয়ন মৎস্যজীবীলীগের সভাপতি শাহীনুল ইসলাম শাহিন প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় আওয়ামীলীগ, ছাত্রলীগ-সহ সকল সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। উক্ত অনুষ্ঠানে জেলা মৎস্য জীবীলীগের সাধারণ সম্পাদক এম.সেলিম রেজা বাদশাহ প্রধান অতিথির বক্তব্যে বলেন,
ইঞ্জিনিয়ার আরশাদ পারভেজ ছাত্র রাজনীতি থেকে বঙ্গবন্ধুর আদর্শ লালনকারী ছেলেটি আজ যশোর জেলা আওয়ামী লীগের নেতা এবং তিনি -৮৮ যশোর -৪ সংসদীয় নির্বাচনী এলাকার আওয়ামীলীগের তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে দলকে সুসংগঠিত করে
জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে যা যা করণীয় সেটিই করা তার একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্য; এমপি হওয়ার জন্যই তিনি লালায়িত নন।
ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে ইঞ্জিনিয়ার আরশাদ পারভেজ একজন সফল পুরুষ এবং অত্র এলাকার জনগণের হৃদয়ের স্পন্দন হিসেবে ইতোমধ্যে আরশাদ পারভেজ নামটি এলাকায় প্রতিষ্ঠিত হয়েছে।
তার হাত ধরেই বাঘারপাড়া, অভয়নগর ও বসুন্দিয়া এলাকার আওয়ামীমনা সকল মানুষকে আদর্শিক রাজনীতির সুশিক্ষায় প্রশিক্ষিত করা এখন সময়ের দাবী মাত্র ইনশাআল্লাহ!
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঘারপাড়া উপজেলা আওয়ামীলীগের সাবেক সদস্য ও বাঘারপাড়া বাজার কমিটির বারবার নির্বাচিত সভাপতি মোঃ জয়নাল আবেদীন।
Leave a Reply