চ্যানেল আই সেরা কন্ঠ ২০২৩ এ এসএমএস রাউন্ডে রয়েছেন যশোরের সন্তান অতনু অধিকারী। তাকে সুপার রাউন্ডে উত্তির্ণ হতে এসএমএস করতে হবে।
আজ ৩ আগস্ট রাত আটটা থেকে শুরু করে ৫ আগস্ট সন্ধ্যা ৬টা পর্যন্ত যেকোনো নাম্বার থেকে যতখুশি তত এসএমএস করা যাবে বলে জানিয়েছেন যশোরের পরিচিত মুখ কন্ঠশিল্পি অতনু।
তিনি আরও জানান, তাকে এসএমএস করতে হলে মোবাইলের ম্যাসেজ অপশনে যেয়ে ইংরাজিতে লিখতে হবে OCSK । এরপর স্পেস দিয়ে লিখতে হবে ATANU । সবশেষে পাঠাতে হবে 26969 নাম্বারে।
অতনু চ্যানেল আই সেরা কন্ঠের সুপার রাউন্ডে উত্তির্ণ হতে যশোর বাসীর কাছে দোয়া চেয়েছেন একই সাথে সকলের কাছে এসএমএস প্রার্থনা করেছেন।
Leave a Reply