1. admin@somajerchitro.com : admin :
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৮:৫৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বৈষম্যবিরোধী আন্দোলনে চোখ হারানো সাইদুল পেলেন জীবিকার সহায়তা “বিলেতের কমিউনিটির স্বনামধন্য ব্যক্তি কে এম আবু তাহের চৌধুরীর সম্মানিত যশোর এলোপাতাড়ি ছুরিকাঘাতে এক ভাটা শ্রমিক জখম যশোর আদ্-দ্বীন মেডিকেল কলেজ মাঠে মাহফিলের নামে বাড়ি ভেঙ্গে জমি দখলের অভিযোগ ভিত্তিহীন যশোরের চৌগাছা থানায় ৩২ ঘণ্টা আটকে রেখে নির্যাতন, চাঁদা না পেয়ে তিন মামলায় চালান মানবাধিকার সংগঠন রাইটস যশোর আয়োজিত যৌন শিশু পাচার প্রতিরোধে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত যশোর শয্যা জেনারেল হাসপাতালের ফার্মাসিষ্ট ওষুধের টাকা আত্মসাত করার অভিযোগে বদলি যশোরে আদালত চত্বরে বৈষম্য বিরোধী ছাত্রদের বিক্ষোভ মধুখালীতে বাস থেকে পড়ে নারী যাত্রীর মৃত্যু গোবিন্দগঞ্জে মাটি চাপা পড়ে শ্রমিকের মৃত্যু
বৈষম্যবিরোধী আন্দোলনে চোখ হারানো সাইদুল পেলেন জীবিকার সহায়তা “বিলেতের কমিউনিটির স্বনামধন্য ব্যক্তি কে এম আবু তাহের চৌধুরীর সম্মানিত যশোর এলোপাতাড়ি ছুরিকাঘাতে এক ভাটা শ্রমিক জখম যশোর আদ্-দ্বীন মেডিকেল কলেজ মাঠে মাহফিলের নামে বাড়ি ভেঙ্গে জমি দখলের অভিযোগ ভিত্তিহীন যশোরের চৌগাছা থানায় ৩২ ঘণ্টা আটকে রেখে নির্যাতন, চাঁদা না পেয়ে তিন মামলায় চালান মানবাধিকার সংগঠন রাইটস যশোর আয়োজিত যৌন শিশু পাচার প্রতিরোধে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত যশোর শয্যা জেনারেল হাসপাতালের ফার্মাসিষ্ট ওষুধের টাকা আত্মসাত করার অভিযোগে বদলি যশোরে আদালত চত্বরে বৈষম্য বিরোধী ছাত্রদের বিক্ষোভ মধুখালীতে বাস থেকে পড়ে নারী যাত্রীর মৃত্যু গোবিন্দগঞ্জে মাটি চাপা পড়ে শ্রমিকের মৃত্যু

  • বুধবার, ১০ আগস্ট, ২০২২
  • ৭০ বার পড়া হয়েছে

যুবতীর গুণের প্রশংসা শুনে তার প্রতি মুগ্ধ হয়ে না দেখেই বিয়ে করেন এক যুবক।
অতঃপর বিবাহ শেষে তিনি বাসরঘরে প্রবেশ করেন।
স্ত্রীকে বাসর ঘরে গিয়েই প্রথম দেখেন।
কিন্তু স্ত্রীর ঘোমটা খুলতেই তিনি মনোবেদনায় বিষণ্ণ হয়ে পড়েন।
দেখেন, তার পরম কাঙ্খিত স্ত্রী রূপসী নয়, কালো।

তাই তিনি স্ত্রীর কক্ষ ত্যাগ করেন।
মনের দুঃখে স্ত্রীর কাছে আর ফিরে আসেন না।
নাম তার #আমের_বিন_আনাস।
অবশেষে স্ত্রী নিজেই তার কাছে যান।
প্রিয় স্বামীকে বলেন, ওগো!
তুমি যা অপছন্দ করছো,
হয়তো তাতেই তোমার কল্যাণ নিহিত আছে, এসো।
অতঃপর #আমের স্ত্রীর কাছে যান এবং বাসর ঘরে রাত যাপন করেন।

কিন্তু দিনের বেলা স্ত্রীর অসুন্দর চেহারার প্রতি তাকাতেই তার মন খারাপ হয়ে যায় আবার।
মনের দুঃখে #আমের এবার বাড়ি ছেড়ে দেন।

চলে যান বহুদূরে, অন্য শহরে।
এদিকে বাসর রাতেই যে তার স্ত্রী গর্ভবতী হয়েছেন,
এ খবর তিনি রাখেন না।
#আমের ভিনদেশে লাগাতার বিশঁটি বছর কাটান।
বিশ বছর পর তিনি নিজ শহরে ফেরেন।

এসেই প্রথমে নিজ বাড়ির কাছের সেই প্রিয়
মসজিদে ঢোকেন।
ঢুকেই দেখেন এক সুদর্ষন যুবক পবিত্র কোরআনের মর্মস্পর্শী দরস পেশ করছেন।
আর বিশাল মসজিদ ভরা মানুষ পরম আকর্ষণে তা হৃদয়ে গেঁথে নিচ্ছে।
তাঁর হৃদয়গ্রাহী দরস শুনে আমেরের
অন্তর বিগলিত হয়ে যায়।

#আমের লোকদের কাছে এই গুণী মুফাসসিরের নাম জানতে চাইলে লোকেরা বলেন,
ইনি #ইমাম_মালেক। (আল্লাহু আকবার)

#আমের আবার জানতে চান,
ইনি কার ছেলে? লোকেরা বললো,
এই এলাকারই #আমের বিন আনাস নামের এক ব্যক্তির ছেলে।

যিনি বিশ বছর আগে বাড়ি থেকে চলে গেছেন,
আর ফিরে আসেননি।

আবেগে উত্তাল #আমের ইমাম মালেকের কাছে
এসে বললেন,
আমাকে আপনার বাড়িতে নিয়ে চলুন।
তবে আমি আপনার মায়ের অনুমতি ছাড়া আপনার ঘরে প্রবেশ করবো না।
আমি আপনার ঘরের দরজায় দাঁড়িয়ে থাকবো।
আপনি ভেতরে গিয়ে আপনার মাকে বলবেন,
দরজায় একজন লোক দাঁড়িয়ে আছেন।

তিনি আমায় বলেছিলেন,
তুমি যা অপছন্দ করছো,
হয়তো তাতেই তোমার কল্যাণ নিহিত আছে।
এ কথা শুনেই ইমাম মালেকের মা বললেন,
হে মালেক, দৌঁড়ে যাও,
সম্মানের সঙ্গে উনাকে ভেতরে নিয়ে আসো,
উনিই তোমার বাবা।

দীর্ঘ দিন দূরদেশে থাকার পর উনি ফিরে এসেছেন।
এই হলেন সেই গুণবতী মা,
যিনি ইমাম মালেক (রহ:) -এর মতো সন্তান গড়ে তোলার কারিগর।

রূপবতী নারী দ্বারা নয়, গুণবতী ও দ্বীনদার নারীদের মাধ্যমেই পৃথিবী আলোকিত হয়।ফেসবুক থেকে

 

 

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews