1. admin@somajerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ১১:০৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
নিউইয়র্কে ডা. ফেরদৌসের খন্দকারের অনৈতিক কর্ম কাণ্ডে তার বাতিল লাইসেন্স চাটখিল পা.মা.আ.উ বি’র আজীবন দাতা সদস্য হলেন বিশিষ্ট ব্যবসায়ী জসিম উদ্দিন ভূঁইয়া প্রেসক্লাব যশোরের সদস্য রেজাউল করিম রুবেলের শ্বশুরের মৃত্যুবরণ, প্রেসক্লাবের শোক প্রকাশ যশোর জেলা আইনজীবী সমিতির নির্বাচননে ২০ প্রার্থীর মনোনয়নপত্র জমা ভারতের পতিতালয়ে স্ত্রীকে বিক্রি,ফিরিয়ে আনলো যশোরের পিবিআই সংবাদ সম্মেলনের যশোরে ১৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মামলা বেনাপোলে কলেজ ছাত্রী অপহরণকারীসহ আটক ৪ অবৈধ পথে ভারতে যাওয়ার সময় বিজিবির হাতে আটক ৬ যশোর সেনা নিবাসে কোর অব সিগন্যালস্ এর বাৎসরিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত
নিউইয়র্কে ডা. ফেরদৌসের খন্দকারের অনৈতিক কর্ম কাণ্ডে তার বাতিল লাইসেন্স চাটখিল পা.মা.আ.উ বি’র আজীবন দাতা সদস্য হলেন বিশিষ্ট ব্যবসায়ী জসিম উদ্দিন ভূঁইয়া প্রেসক্লাব যশোরের সদস্য রেজাউল করিম রুবেলের শ্বশুরের মৃত্যুবরণ, প্রেসক্লাবের শোক প্রকাশ যশোর জেলা আইনজীবী সমিতির নির্বাচননে ২০ প্রার্থীর মনোনয়নপত্র জমা ভারতের পতিতালয়ে স্ত্রীকে বিক্রি,ফিরিয়ে আনলো যশোরের পিবিআই সংবাদ সম্মেলনের যশোরে ১৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মামলা বেনাপোলে কলেজ ছাত্রী অপহরণকারীসহ আটক ৪ অবৈধ পথে ভারতে যাওয়ার সময় বিজিবির হাতে আটক ৬ যশোর সেনা নিবাসে কোর অব সিগন্যালস্ এর বাৎসরিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত

তালুকদারপাড়া মাধ্যমিক বিদ্যালয় বৃষ্টি হলেই পানি পড়ে, মাথায় ছাতা ধরে চলে পাঠদান

  • বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২
  • ৪১৯ বার পড়া হয়েছে

বরগুনার তালতলী উপজেলার তালুকদারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে বৃষ্টি হলেই টিনের চালা দিয়ে পানি পড়ায় শিক্ষার্থীদের শ্রেণিকক্ষের ভেতরে ছাতা মাথায় দিয়ে বসে ক্লাস করতে হয়। টিনের চালা দিয়ে পড়া বৃষ্টির পানিতে ধীরে ধীরে শ্রেণিকক্ষ ভরে যায়। এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে বিদ্যালয়ে পাঠ নিতে আসা ৪ শতাধিক শিক্ষার্থী ও শিক্ষকদের।

বিদ্যালয়টি ১৯৭৬ সালে প্রতিষ্ঠিত হলেও ২০১১ সালে ৬ কক্ষ বিশিষ্ট একটি সেমিপাকা টিনসেট ভবন নির্মাণ করা হয়।

বর্তমানে বিদ্যালয়টিতে প্রায় ৫ শতাধিক শিক্ষার্থী অধ্যায়ন করছে। ভবনের একটি কক্ষ শিক্ষকদের অফিস কাম লাইব্রেরি হিসেবে ব্যবহার করা হলেও বাকি ৫টি কক্ষে ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের পাঠদানে ব্যবহৃত হয়। বর্তমানে জরাজীর্ণ পুরাতন সেমিপাকা টিনশেড ভবনের ৬টি রুমই ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। অন্য কোনো শ্রেণিকক্ষ না থাকায় বাধ্য হয়েই জরাজীর্ণ ভবনের কক্ষে ক্লাস নিচ্ছেন বলে শিক্ষকরা জানান। 

আজ বৃহস্পতিবার দুপুরে সরেজমিন বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে, বাহিরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। এরমধ্যে বিদ্যালয়ের শিক্ষকরা ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের পাঠদান দিচ্ছেন। এ সময় পুরাতন আধাপাকা জরাজীর্ণ টিনসেড ভবনের ষষ্ঠ শ্রেণির কক্ষে ঢুকে দেখা যায়, শিক্ষক ও শিক্ষার্থীরা মাথায় ছাতা দিয়ে বসে ক্লাস করছেন। পুরাতন টিনের চালা দিয়ে অনবরত বৃষ্টির পানি শ্রেণিকক্ষে পড়ছে। অল্প সময়ের মধ্যেই শ্রেণিকক্ষগুলো বৃষ্টির পানিতে ভরে যায়। একই অবস্থা অন্যান্য শ্রেণিকক্ষগুলোতেও।

ষষ্ঠ শ্রেণির নাঈম, রোমান, আরাফাত ও সোহাগীসহ অনেক শিক্ষার্থী জানায়, আমাদের বিদ্যালয়ের টিনের চাল ফুটো থাকার কারণে শ্রেণি কক্ষে বৃষ্টির পানি পড়ায় আমাদের ছাতা মাথায় দিয়ে ক্লাস করতে হয়। ছাতা মাথায় দেওয়ার পড়েও পানি পড়ে আমাদের বই খাতা ও পোশাক ভিজে যায়। এরপরও আমরা বৃষ্টিতে ভিজে ক্লাস করছি।

সপ্তম থেকে দশম শ্রেণির একাধিক শিক্ষার্থীরা জানায়, বিদ্যালয়টিতে ঝড় বৃষ্টির ও জরাজীর্ণ পুরাতন শ্রেণিকক্ষের মধ্যে আমাদের পাঠদান নিতে হচ্ছে। বৃষ্টির মধ্যে অনেকটা বাধ্য হয়েই আমাদের ছাতা মাথায় দিয়ে ক্লাস করতে হচ্ছে।

খোঁজ নিয়ে জানা গেছে, বিদ্যালয়ে নতুন একটি ভবনের নির্মাণ কাজ চলমান থাকায় কর্তৃপক্ষ পুরাতন ভবনটির মেরামত বা সংস্কার করতে তেমন গুরুত্ব দিচ্ছে না। আর ঠিকাদারও কাজ ফেলে রেখেছে।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক মল্লিকা রত্না বলেন, আমাদের বিদ্যালয়ের জরাজীর্ণ ভবনের চালা দিয়ে পানি পড়ায় আমরা বৃষ্টিতে কক্ষের মধ্যে ছাতা মাথায় দিয়ে বসে শিক্ষার্থীদের পাঠদান দিচ্ছি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু তাহের বলেন, বর্তমানে বিদ্যালয়ের পুরাতন আধাপাকা টিনশেড ভবনটি খুবই জরাজীর্ণ। গত তিন চার বছর থেকে ভবনটির বেহাল অবস্থা। একটু বৃষ্টি হলেই পানি পড়ে ক্লাসের ভেতর জমা হয়ে যায়। তখন শিক্ষক ও  শিক্ষার্থীদের ছাতা মাথায় দিয়ে বসে ক্লাস করতে হয়।

উপজেলা শিক্ষা অফিসার লুৎফুল কবির মো. কামরুল হাসান মুঠোফোনে বলেন, বিদ্যালয়টির একটি নতুন ভবন নির্মাণ কাজ চলমান। যতদ্রুত সম্ভব নির্মাণকাজ শেষ করে বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। আর জরাজীর্ণ ও আধা সেমিপাকা টিনশেড ভবনের কক্ষগুলো দ্রুত মেরামতের ব্যবস্থা নেওয়া হবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews