যশোরের ঝিকরগাছায় মাছের পোনা অবমুক্তি কার্যক্রমের উদ্ধোধন করা হয়েছে। গতকাল বুধবার উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা ছেড়ে একার্যক্রম শুরু করা হয়।
চলতি অর্থবছরে রাজস্ব খাতে দশটি জলাশয় ৪২৯ কেজি মাছের পোনা অবমুক্তি করা হবে।
জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় আয়োজিত এসময়ে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুবুল হক, জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা এসএম শাহজাহান সিরাজ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল্ল্যাহ আল মামুন,
থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি চৌধুরী রমজান শরীফ বাদশা, বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী,
বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, জ্যেষ্ঠ খামার ব্যবস্থাপক প্রসেনজিৎ দেবনাথ প্রমুখ। ২০২৩-২৪ অর্থবছরে রাজস্ব খাতে উপজেলার ১০টি জলাশয় ৪২৯ কেজি মাছের পোনা অবমুক্তি করা হবে।
Leave a Reply