বাঙালি জাতির ভাগ্য নিয়ে যারা ছিনিমিনি খেলবে বাংলাদেশে তাঁদের ঠাঁই হবে না বলে মন্তব্য করেছেন করেছেন যশোর পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার। আজ রোববার বিকেলে ঝিকরগাছা থানা পুলিশের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন। তিনি বলেন, যারা ভূমিকম্প উঠান, চাঁদে দেখেন তাঁদের ছাড় দেওয়া হবে না।
তিনি আরও বলেন, সবার উপরে দেশ, সবার উপরে বঙ্গবন্ধু। বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে কাজ করার নাম হলো বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা করা। আজকে উন্নয়নের যেখানে হাত দিবেন, দেখা যায় সেখানেই বঙ্গবন্ধু গোড়াপত্তন করেছেন।
বিশেষ অতিথি ছিলেন, সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মনিরুল ইসলাম মনির, উপজেলা চেয়ারম্যান মো. মনিরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুবুল হক, পৌরমেয়র মোস্তফা আনোয়ার পাশা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম মুকুল, সাধারণ সম্পাদক মুছা মাহমুদ, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আনোয়ার হোসেন।
থানার অফিসার ইনচার্জ সুমন ভক্তের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার (নাভারণ সার্কেল) নিশাত আল নাহিয়ান, বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী,
উপজেলা ইমাম পরিষদের সভাপতি মওলানা আব্দুল্লাহ প্রমুখ। সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড ওয়াচ) বেলাল হুসাইন।
Leave a Reply