টাঙ্গাইলের ভূঞাপুরে প্রাথমিক মেধা যাচাই বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৩১ আগষ্ট) সকালে উপজেলার আমিনুল ইসলাম আইডিয়াল পাবলিক স্কুলের উদ্যোগে অত্র প্রতিষ্ঠানে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠানের পরিচালক মোঃ আমিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সহকারী শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ভূঞাপুর কিন্ডার গার্টেন এসোসিয়েশনের সভাপতি মোঃ খাইরুজ্জামান ভূঁইয়া,
ভূঞাপুর বাজার বণিক সমিতির সভাপতি শাহজাহান কবীর লিটন, ভূঞাপুর পৌর সভার সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র মোঃ রফিকুল ইসলাম, ভূঞাপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মমতাজ খানম, আসাদুজ্জামান খান দারুল উলুম মাদ্রাসার মুহতামিম মোঃ মাহফুজুর রহমান,
রোজবাড প্রি ক্যাডেট স্কুলের পরিচালক মোঃ আবুল বাশার, হালিমা সরকার প্রি ক্যাডেট স্কুলের পরিচালক মোঃ আব্দুল হালিম সরকার, গোবিন্দাসী ক্যাডেট স্কুলের পরিচালক কোরবান আলী তালুকদার,
উদ্ভাস একিডেমির পরিচালক শহিদুল ইসলাম, তাওহীদ একাডেমির পরিচালক মোঃ আশরাফুল আলম রনি, পাথাইল কান্দি কিন্ডার গার্ডেনের পরিচালক মোশারফ হোসেন, বিদ্যাকাননের পরিচালক আব্দুল হাকিম মিয়া প্রমুখ। এসময় বিভিন্ন প্রতিষ্ঠানের পরিচালকবৃদ, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ৬০ টি প্রতিষ্ঠানের মোট ৪৫০ জন শিক্ষার্থীর মধ্যে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়। উল্লেখ্য, বৃত্তি পরীক্ষায় নার্সারি থেকে ৬ষ্ঠ শ্রেণীর ১ হাজার ৪’শ ছাত্র ছাত্রী অংশগ্রহণ করে। অনুষ্ঠান সঞ্চালনা করেন মোঃ শাহাবুদ্দিন।
Leave a Reply