যশোরের ঝিকরগাছায় ব্যক্তি উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও গুণীজন সম্মাননা দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলার পানিসারা ইউনিয়নের কুলিয়া সিদ্দিকীয়া দাখিল মাদরাসার সকল ছাত্র-ছাত্রী, শিক্ষক ও কমিটির সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ করেন সমাজসেবক মো. সায়েদ আলী।
মাদরাসার হলরুমে মো. সামছুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন হাবিবুর রহমান। বিশেষ অতিথি এম আর মাসুদ। স্বাগত বক্তব্য রাখেন, ‘সাদা মনের মানুষ খ্যাত’ সায়েদ আলী। বক্তব্য রাখেন মাদরাসার সুপার আব্দুল জব্বার আজাদী,পরিচালনা কমিটির সদস্য নুরুন্নবী সামদানী, শিক্ষক মো. মিজানুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে শিক্ষানুরাগী হিসেবে হাবিবুর রহমানকে, কৃষি সাংবাদিকতার জন্য এম আর মাসুদকে ও বৃক্ষরোপণে অবদান রাখার জন্য সালমা খাতুন মনি এবং মো. আনোয়ার নাহিদ সিদ্দিকীকে সম্মাননা প্রদান করা হয়।
সায়েদ আলী পেশায় একজন কৃষক। তিনি কুলিয়া গ্রামের মৃত মাহমুদ আলী মোড়লের ছেলে। সায়েদ আলী ১৯৯৫ সালে নিজ গ্রামের দাখিল মাদরাসার ৩০ জন মেধাবী শিক্ষার্থীকে পুরস্কার দেয়ার মাধ্যমে শুরু করেন বিভিন্ন সামাজিক ও পরোপকার কাজ।
এরপর থেকে তিনি গ্রামের রাস্তাঘাট নির্মাণ, অসুস্থকে সেবাদান, দারিদ্র্য পরিবারের মেয়েদের বিয়ের ব্যবস্থা, অসহায় পরিবারে ভ্যান, সেলাই মেশিন প্রদান ও দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ, উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করণ,
গুণীজন সম্মাননা প্রদান, বজ্রপাত রোধে গ্রামের রাস্তার দুই পাশে তালের আটি (বীজ) রোপন, পাখির অভয়াশ্রমের জন্য গাছে ঠিলা (মাটির ছোট কলস) টাঙ্গানো ও পুকুর বানিয়ে সেখানে মাছ খাওয়ার ব্যবস্থা এবং পাখিদের খাবার দেবার মতো বিভিন্ন জনসেবামূলক কাজ করে আসছেন।এরই ধারাবাহিকতায় এবর্ষা মৌসুমে তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করছেন।
Leave a Reply