যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) সংসদীয় আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হিসেবে নিজের প্রার্থিতা ঘোষণা করেছেন দেশের স্বনামধন্য হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার তৌহিদুজ্জামান তুহিন।
গতকাল বৃহস্পতিবার দুপুরে প্রেসক্লাব যশোরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ ঘোষণা দেন। তিনি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক শিল্প ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের জামাতা।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদস সদস্য যুবলীগের আহবায়ক কমিটির সদস্য রফিকুল ইসলাম বাপ্পি, সাবেক প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, যুবলীগের আহবায়ক কমিটির সদস্য আব্দুল বারিক, মনিরুজ্জামান সোহাগ প্রমুখ।
সাংবাদিকদের মতবিনিময়কালে ডাক্তার তৌহিদুজ্জামান তুহিন বলেন, বিভেদ সৃষ্টি করতে নয়, অনেকেই মনোনয়ন প্রত্যাশী আছেন, তাই আমিও আমার প্রার্থিতা ঘোষণা করলাম।
পৃথিবীতে সবকিছু পরিবর্তন হয়। গত তিনটা সংসদ নির্বাচনে প্রার্থী পরিবর্তন হয়েছে। এলাকার সন্তান হিসাবে আমি স্বাস্থ্য ব্যবস্থার পরিবর্তন ও স্বাস্থ্য সেবা জনগণের দোরগড়ায় পৌঁছাতে কাজ করতে চাই।
তিনি বলেন, আমার বাড়ি ঝিকরগাছা উপজেলার কৃর্ত্তিপুর গ্রামে। এ সংসদীয় আসনের মানুষের সুখে-দুঃখে আমি দীর্ঘদিন ধরে পাশে আছি। কয়েক দশক ধরে নিজ এলাকায় যুবসমাজকে নিয়ে কাজ করে যাচ্ছি। স্বাস্থ্য ও সামাজিক নানা আন্দোলনে নেতৃত্ব দিচ্ছি।
এই নির্বাচনে যদি আওয়ামী লীগ নির্বাচিত না হয়, তাহলে বাংলাদেশের রাজনীতি একটি ভিন্ন ধারায় প্রবাহিত হতে পারে। ফলে বঙ্গবন্ধুর আদর্শ, স্বাধীনতার মূল্যবোধ, বাঙালি জাতির কৃষ্টি-সংস্কৃতি ও অসা¤প্রদায়িক চেতনা ধারণ করে কাজ করতে চাই।
তিনি আরও বলেন, ইতোমধ্যে দুই উপজেলার তৃর্ণমূল নেতাকর্মীদের ঐক্যবন্ধ করার কাজ করছি। তাদেরকে নিয়ে সরকারের উন্নয়ন মানুষের কাছে পৌছে দিচ্ছি। দলীয় মনোনয়ন না পেলে যিনি নৌকা পাবেন, তাঁর পক্ষেই নির্বাচনে কাজ করবো।
আমি আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। নেত্রীর কাছে দলীয় মনোনয়ন চাইব। কেননা তৃর্ণমূলের নেতাকর্মীদের দাবির পেক্ষিতে আমি এই আসনের প্রার্থী হতে চাই। এ ব্যাপারে তিনি সকলের সহযোগীতা কামনা করেছেন।
Leave a Reply