বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনের সভাপতি পদে জয়ী হয়ে ইতিহাস গড়লেন চিত্রনায়িকা মৌসুমী। নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা না করলেও সূ্ত্রের খবর অনুযায়ী নিরব ভোটে জয় পেয়েছে এই অভিনেত্রী।
গত শুক্রবার (২৫ অক্টোবর) সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকাল ৫টা ২৬ মিনিট পর্যন্ত চলে ভোটগ্রহণ। এবারের চলচ্চিত্র শিল্পী সমিতির মোট ভোটার ছিলো ৪৪৯ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ৩৮৬ জন।
এদিকে, নির্বাচনে জয়ী হয়ে ঢাকাই সিনেমায় নতুন একটি ইতিহাস গড়লেন মৌসুমী। যদিও একটি ইতিহাস এরই মধ্যে গড়েছেন। সেটা হচ্ছে- প্রতিষ্ঠার পর থেকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ইতিহাসে সভাপতি পদে কোনো নারীর প্রতিদ্বন্দ্বিতা করার ইতিহাস। মৌসুমীই প্রথম নারী প্রার্থী; যিনি শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছে। এবার জয়ী হয়ে সেই ইতিহাস আরো জোরালোভাবে শিল্পী তথা চলচ্চিত্রপ্রেমীদের মনে গেঁথে থাকবে।
এর আগে, কড়া নিরাপত্তার মধ্যে আজ সারাদিন ভোট দিয়েছেন শিল্পীরা। বিএফডিসির গেটে সকাল থেকেই পুলিশ ও র্যাব সদস্যদের উপস্থিতির মধ্যে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষ হয়। এছাড়া, সিসি ক্যামেরার মাধ্যমে নির্বাচন পর্যবেক্ষণ করা হয়। ভোট গণনা দেখার জন্য প্রার্থীদের জন্য বাইরে মনিটরের ব্যবস্থা ছিলো।
অতীতের বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনগুলোতে একাধিক প্যানেল থাকলেও এবার মিশা সওদাগর এবং জায়েদ খান প্যানেলের বাইরে কোনও প্যানেল নেই। একাধিক প্যানেল না থাকায় নির্বাচন নিয়ে সাধারণ শিল্পীদের মাঝে উচ্ছ্বাস অনেকটাই কম ছিলো।
এবার সভাপতি পদে লড়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী ও খলনায়ক মিশা সওদাগর। সহ-সভাপতির দুটি পদে প্রার্থী হন মনোয়ার হোসেন ডিপজল, রুবেল ও নানা শাহ। সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের প্রতিদ্বন্দ্বী ছিলেন ইলিয়াস কোবরা। সহ-সাধারণ সম্পাদক পদে লড়েছেন আরমান ও সাংকো পাঞ্জা। মিডিয়া নিউজ
Leave a Reply