আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ডা. তৌহিদুজ্জামান তুহিন যশোরের ঝিকরগাছার শিমুলিয়া ও গদখালী ইউনিয়নে দিনভর গণসংযোগ করছেন। গতকাল শুক্রবার তিনি দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষী নিয়ে এ গণসংযোগ করেন।
গণসংযোগকালে ডা. তুহিন শিমুলিয়া ও গদখালী ইউপির বিভিন্ন বাজারে সাধারণত মানুষের সাথে কুশল বিনিময় করেন। এসময়ে তিনি বলেন, আমি দীর্ঘদিন চিকিৎসক হিসেবে মানুষের সেবা করে আসছি।
এবার এলাকার রাজনৈতিক ও অর্থনৈতিক উন্নয়নে কাজ করার জন্য আগামী নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। আমি আপনাদের দোয়া ও সহযোগিতা চাই।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য ও যুবলীগ নেতা রফিকুল ইসলাম বাপ্পী, সাবেক যুবলীগ নেতা সাজ্জাদ নুরুল হক বিন্তু, উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য মনিরুজ্জামান সোহাগ,
আব্দুল বারিক, পৌর যুবলীগের আহ্বায়ক ও ওয়ার্ড কাউন্সিলর একরামুল হক খোকন, মোস্তাফিজুর রহমান লিটন, ছাত্রলীগের সাবেক ক্রীড়া সম্পাদক ফারুক হোসেন, যুবলীগ নেতা বিল্লাল হোসেন প্রমুখ।
Leave a Reply