যশোরের বাঘারপাড়া উপজেলার জামদিয়া ইউনিয়নের এগার খান বাকড়ীর থ্রি স্টার স্পোর্টিং ক্লাবের আয়োজনে ১৯ সেপ্টেম্বর ইং ২০২৩ মঙ্গলবার বিকাল ৩টায় বাকড়ী গোচর ফুটবল মাঠে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে যশোরের দুই পরাশক্তি ফুটবল দল বসুন্দিয়া ফুটবল একাদশ বনাম থ্রি স্টার স্পোর্টিং ক্লাব এগারো খান।
যথা সময়ে রেফারি তার বাঁশি বাজিয়ে আজকের খেলা শুরু করান। ফাইনালের টিকিট পাওয়ার আশায় এ লড়াই আজ। কোন দল হাসবে আর কোন দল কাদবে তাই দেখার জন্য হাজারো দর্শকে আজ এ ফুটবল মাঠের কানায় কানায় পরিপূর্ণ রয়েছে। বিশেষ করে প্রমিলা দর্শক আছে চোখে পড়ার মত।
সেই সাথে নবীন ও প্রবীনদের ভীড়ের কমতি নেই। আজকের এ দুদল কে কাকে হারিয়ে সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে দেখে আশা যাক শক্তিশালী যশোর সদর উপজেলার বসুন্দিয়া ফুটবল একাদশ কেশবপুর উপজেলা ফুটবল একাদশকে গত ১১ সেপ্টেম্বর হারিয়ে এবং অপর পরাশক্তি বাঘারপাড়ার এগারো খান বাকড়ীর থ্রি স্টার স্পোর্টিং ক্লাব অভয়নগর উপজেলার শংকরপাশা ফুটবল একাডেমিকে।
ইতমধ্যে চুড়ান্ত পর্বের টিকিট নিশ্চিত করেছে কেশবপুর উপজেলার তুহিন স্পোর্টিং ক্লাব তারা গত ১৮ সেপ্টেম্বর ইং ২০২৩ সোমবার খুলনার ফুলতলার উপজেলার রূপক ফুটবল একাডেমিকে হারিয়ে। আজকের খেলায় যে দল জয় পাবে তারা আগামী ২২ সেপ্টেম্বর শুক্রবার ফাইনালে একই মাঠে বিকাল ৩টায় ২০২৩ ইং তুহিন স্পোর্টিং ক্লাবের মুখোমুখি হবে।
আজকের খেলার রেফারি হিসাবে দায়িত্ব পালন করেন মো. নাজমূল ইসলাম এবং তার সহযোগী হিসেবে উপস্হিত ছিলেন মোস্তাফিজুর রহমান হাফিজ ও বাবু বীরেশ্বর মন্ডল। ধারাভাষ্যকার হিসেবে উপস্হিত ছিলেন মো. শাহ জামাল হোসেন বাদশা।
আজকের খেলার শুরুর প্রথমার্ধের ৮ মিনিটে বসুন্দিয়া ফুটবল একাদশের ১১ নং জার্সি পরিহিত খেলোয়াড় শাহ আলম প্রথম গোল করে ১০ মিনিটে ১০ নং জার্সি গায়ে খেলোয়াড় মো. আশরাফুল দ্বিতীয় গোল করে দলকে এগিয়ে নিয়ে যায়। খেলার দ্বিতীয়ার্ধের ১৫ মিনিটে থ্রি স্টার স্পোর্টিং ক্লাব ১ গোল করে। খেলা ২/১ গোলের ব্যবধানে বসুন্দিয়া ফুটবল একাদশ জয়লাভ করে চুড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করে।
Leave a Reply