1. admin@somajerchitro.com : admin :
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১১:১৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
সমাজে অবিচার প্রতিরোধে অঙ্গীকারবদ্ধ হওয়া জরুরি: তারেক রহমান ৪ মাসে বহিষ্কার শতাধিক বিতর্কিতদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যশোর বিএনপি মামলার হয়রাণি থেকে রক্ষা পেতে যশোরের তিন গ্রামের মানুষের মানববন্ধন ও সংবাদ সম্মেলন যশোরের বাঘারপাড়ায় ছুরিকাঘাতে ইটভাটার শ্রমিক খুন তিন শ্রমিক আটক বিইপিআরসির সঙ্গে হাইড্রোজেন জ্বালানির নতুন প্রযুক্তি তৈরি শীর্ষক প্রকল্পে চুক্তি করলো যবিপ্রবির ড.আমিনুল বেনাপোল-ঢাকা রুটে যুক্ত হল নতুন ট্রেন;প্রথম দিনেই শিডিউল বিপর্যয় অতিরিক্ত ট্রেনের দাবিতে বিক্ষোভ মানববন্ধন বেনাপোল দিয়ে সাজাভোগ শেষে ২৬ জন পুরুষ-নারী-শিশু দেশে ফিরল সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য ও তার স্ত্রী তন্দ্রা ভট্টাচার্যের বিরুদ্ধে দুদকের মামলা কেশবপুর মডার্ণ হাসপাতালে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যু সংবাদ সম্মেলনে পরিবারের ন্যায়বিচার দাবি উদ্বোধনী দিনেই যশোরে ফুলের বদলে কালো পতাকায় সংবর্ধিত রূপসী বাংলা এক্সপ্রেস
সমাজে অবিচার প্রতিরোধে অঙ্গীকারবদ্ধ হওয়া জরুরি: তারেক রহমান ৪ মাসে বহিষ্কার শতাধিক বিতর্কিতদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যশোর বিএনপি মামলার হয়রাণি থেকে রক্ষা পেতে যশোরের তিন গ্রামের মানুষের মানববন্ধন ও সংবাদ সম্মেলন যশোরের বাঘারপাড়ায় ছুরিকাঘাতে ইটভাটার শ্রমিক খুন তিন শ্রমিক আটক বিইপিআরসির সঙ্গে হাইড্রোজেন জ্বালানির নতুন প্রযুক্তি তৈরি শীর্ষক প্রকল্পে চুক্তি করলো যবিপ্রবির ড.আমিনুল বেনাপোল-ঢাকা রুটে যুক্ত হল নতুন ট্রেন;প্রথম দিনেই শিডিউল বিপর্যয় অতিরিক্ত ট্রেনের দাবিতে বিক্ষোভ মানববন্ধন বেনাপোল দিয়ে সাজাভোগ শেষে ২৬ জন পুরুষ-নারী-শিশু দেশে ফিরল সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য ও তার স্ত্রী তন্দ্রা ভট্টাচার্যের বিরুদ্ধে দুদকের মামলা কেশবপুর মডার্ণ হাসপাতালে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যু সংবাদ সম্মেলনে পরিবারের ন্যায়বিচার দাবি উদ্বোধনী দিনেই যশোরে ফুলের বদলে কালো পতাকায় সংবর্ধিত রূপসী বাংলা এক্সপ্রেস

নড়াইল – ২ আসনে আওয়ামীলীগের তৃণমূল নেতাকর্মীদের আলোচনায় এগিয়ে এস এম আসিফুর রহমান বাপ্পী

  • বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৩৪ বার পড়া হয়েছে

নড়াইল – ২ আসনে আওয়ামীলীগের তৃণমূল নেতাকর্মীদের আলোচনায় এগিয়ে এস এম আসিফুর রহমান বাপ্পী

খন্দকার ছদরুজ্জামান,ভ্রাম্যমাণ প্রতিনিধি নড়াইল :

নড়াইল – ২ (নড়াইল সদর – লোহাগড়া) আসনে আওয়ামীলীগের তৃণমূল নেতাকর্মীদের আলোচনায় এগিয়ে মনোনয়ন প্রত্যাশী এস. এম. আসিফুর রহমান বাপ্পী।

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল – ২ (নড়াইল সদর- লোহাগড়া) আসনে আওয়ামীলীগের যে কয়েকজন দলীয় মনোনয়নপ্রত্যাশী রয়েছেন তাদের মধ্যে তৃণমূলের জনপ্রিয়তায় শীর্ষে রয়েছেন নড়াইল জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এস. এম. আসিফুর রহমান বাপ্পী। তিনি এ আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশায় প্রতিনিয়ত অক্লান্ত প‌রিশ্রম ক‌রে যাচ্ছেন।

২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল – ২ আসন থেকে এস এম আসিফুর রহমান বাপ্পী প্রথমে আওয়ামীলীগ থেকে দলীয় মনোনয়ন পেয়েছিলেন। পরবর্তীতে মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি জননেত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে দল ও দেশের বৃহত্তর স্বার্থে এস এম আসিফুর রহমান বাপ্পী মনোনয়ন প্রাপ্তির ১৪ দিন পরে মনোনয়ন ত্যাগ করেন l

পরবর্তীতে ১৪ দলের পক্ষে জোটের পক্ষে (ওয়ার্কার্স পার্টি) এডভোকেট মোঃ হাফিজুর রহমানকে মনোনয়ন দেওয়া হয়। দলের এমন সিদ্ধান্তে কোন রকম ভেঙে না পড়ে, দলের সিদ্ধান্ত মেনে জোট থেকে নমিনেশন পাওয়া ব্যাক্তির সাথে নির্বাচনে ঝাপিয়ে পড়েন, দিন রাত মাঠে ঘাটে দৌড় ঝাপ করে নড়াইল – ২ আসনে নৌকাকে জয়যুক্ত করেন।

আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষকলীগ সহ দলীয় নেতাকর্মীদের নিয়ে নড়াইল-লোহাগড়ার বিভিন্ন ইউনিয়নের পাড়া-মহল্লা, হাট-বাজার, শিক্ষা প্রতিষ্ঠান ও জনসম্মুখে গণসংযোগ করে চলেছেন।

এ ছাড়া সরকারের উন্নয়ন কার্যক্রমের প্রচার চালিয়ে যাচ্ছেন। জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে নিজের আদর্শ, মেধা ও দূরদর্শিতা দিয়ে নড়াইল -২ আসনের উন্নয়নকে আরও ত্বরান্বিত করতে চান এই প্রার্থী।

নড়াইলের তৃণমূল নেতা-কর্মী‌দের সঙ্গে কথা বলে জানা যায়, মু‌ক্তি‌যোদ্ধা প‌রিবা‌র থেকে ওঠে আসা এস এম আসিফুর রহমান বাপ্পী এ অঞ্চলের মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় ব্যাক্তিত্ব ।

তার পিতা মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মরহুম শাহ আতিয়ুর রহমান ছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একজন ঘনিষ্ঠ সহচর ও নড়াইল জেলা আওয়ামী লীগের প্রাণ পুরুষ।

নড়াইল জেলায় যে কয়টি পরিবারকে আদি আওয়ামীলীগ পরিবার বলা হয় এস এম আসিফুর রহমান বাপ্পীর পরিবার তাঁদের মধ্যে অন্যতম। তার মা মরহুমা ফরিদা রহমান ছিলেন মহিলা সংরক্ষিত আসনের এমপি এবং বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি।

তার মেজো চাচা বীর মুক্তিযোদ্ধা এস এম আজিজুর রহমান ১৯৭১ সালে লোহাগাড়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। মহান মুক্তিযুদ্ধে তিনি শহীদ হন। এস এম আসিফুর রাহমান বাপ্পীর ৪ মামা বীর মুক্তিযোদ্ধা ও রণাঙ্গনের আকুতভয় বীর সেনানী l

দলীয় কর্মকাণ্ডের পাশাপাশি গরিব, দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে এলাকাজুড়ে তি‌নি বেশ প্রশংসনীয়। করোনা মহামারীতে তিনি পাশে দাঁড়িয়েছেন অসহায় মানুষের পাশে। দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন সামাজিক উন্নয়নসহ এলাকাবাসীর সুখে দুঃখে পাশে থেকে আসছেন।

বিশেষ করে মসজিদ -মাদ্রাসা – মন্দির – গির্জা সহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে অর্থনৈতিক সহযোগিতা করে যাচ্ছেন। অত্র অঞ্চলে স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা প্রতিষ্ঠা সহ বহু সমাজ কল্যাণ ও জনহিতকর কাজের জন্য বিখ্যাত এই পরিবারটি।

নড়াইল -২ আসনের তৃণমূল নেতা-কর্মীরা বলেন এস এম আসিফুর রহমান বাপ্পী ক্লিন ইমেজের একজন ত্যাগী নেতা। এলাকায় তার ব‌্যাপক জন‌প্রিয়তা রয়েছে। তাকে ম‌নোনয়ন দেওয়া হলে এ আসন থে‌কে আওয়ামীলী‌গের জয়লাভ অনেকটা সহজ হ‌বে। তিনি উদীয়মান নেতা।

তি‌নি সজ্জন ব্যক্তি। তার এবং তার পরিবারের কোনো দুর্নাম নেই। তি‌নি অক্লান্ত প‌রিশ্রমের মাধ‌্যমে তৃণমূলের নেতা-কর্মী‌দের পাশাপা‌শি (নড়াইল সদর-লোহাগড়া) মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন।

এস এম আসিফুর রহমান বাপ্পী বলেন, আমি সেবক হিসেবে সর্বদা জনগ‌ণের পা‌শে থাক‌তে চাই। প্রধানমন্ত্রীর সারা‌ দে‌শের উন্নয়‌নের চিত্র সম্প‌র্কিত লিফলেট প্রত‌্যন্ত এলাকার মানুষের দোরগড়ায় পৌঁছে দেওয়ার পাশাপা‌শি গণসং‌যোগ করে যা‌চ্ছি। এবার আওয়ামীলীগের মনোনয়ন পা‌ব বলে আমি আশাবাদী

আমাকে দলীয় মনোনয়ন দেয়া হলে দলের সকল নেতা কর্মীকে সাথে নিয়ে নৌকাকে বিপুল ভোটে জয়যুক্ত করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা আপাকে নড়াইল-২ আসনটি উপহার দিব ইনশাআল্লাহ।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews