তথ্যের অবাধ প্রবাহে ইন্টারনেটের গুরুত্ব এই প্রতিপাদ্য সামনে রেখে কেশবপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে র্যা লি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৭ সেপ্টেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তার হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে ও উপজেলা শিশু বিয়ষক কর্মকর্তা বিমল কুন্ডুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,
উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা মৎস্য কর্মকর্তা সজীব সাহা, মহিলা বিষায়ক কর্মকর্তা রুপালী রানী, উপজেলা সমবায় অফিসার নাসিমা আক্তার সহ বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা অনুষ্ঠানে বক্তৃতারা বলেন,ইন্টারনেটের সঠিক ব্যবহার করে সঠিক তথ্য সম্বলিত সংবাদ পরিবেশনের জন্য সাংবাদিকদের প্রতি আহবান জানান। সাথে সাথে প্রশাসনের বিভিন্ন দপ্তরের সঠিক তথ্য দিয়ে সাধারণ মানুষের সহযোগিতার আহবান জানানো হয়।
Leave a Reply