কেশবপুরে বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক ছাত্রকে শিক্ষা উপকরণ হিসেবে ল্যাপটপ কিনতে আর্থিক সহায়তা প্রদান করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন। ২৬ সেপ্টেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওই ছাত্রের হাতে ১০ হাজার টাকার চেক তুলে দেন। এ ছাড়া উপজেলার হদ গ্রামের জেসমিন নাহার নামে লিভারের রোগে আক্রান্ত এক অসহায় নারীকে চিকিৎসার জন্য ১০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়।
উপজেলার মাদারডাঙ্গা গ্রামের দিনমজুর আব্দুল হান্নান মোড়লের ছেলে রায়হান আহমেদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ট্রুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। পড়াশোনার সুবিধা অর্থে শিক্ষা উপকরণ হিসেবে একটি ল্যাপটপ তার প্রয়োজন ছিল। তবে পিতার আর্থিক অবস্থা ভালো না থাকার কারণে ল্যাপটপ কিনতে পারছিলেন না। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেনকে জানালে তিনি ওই আর্থিক সহায়তা প্রদান করেন।
এর আগে গত ২৮ আগস্ট বালিয়াডাঙ্গা গ্রামের দিনমজুর পবিত্র কুমার দাসের ছেলে বিশ্ববিদ্যালয় পড়ুয়া অন্তর দাসকে শিক্ষা উপকরণ হিসেবে ল্যাপটপ কিনতে ২০হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন। তিনি ময়মনসিংহের ত্রিশালের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম (জাককানইবি) বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে প্রথম বর্ষে পড়াশোনা করেন।
Leave a Reply