যশোরের অভয়নগর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও মতবিনিময় সভা করেছেন যশোর-৪ নির্বাচনী এলাকার দলীয় মনোনয়ন প্রত্যাশী ও জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার বিপুল ফারাজী।শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সরকারের উন্নয়ন প্রচারের লক্ষ্যে এই কর্মকান্ডের আয়োজন করেন তিনি।
এদিন বিকেল সাড়ে ৫টায় বাঘুটিয়া ইউনিয়নের ভাটপাড়া বাজারে স্থানীয় মৎস্যজীবীলীগ আয়োজিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন যশোর-৪ নির্বাচনী এলাকার আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার বিপুল ফারাজী।
এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় প্রবীণ আওয়ামীলীগ নেতা রেজাউল মোড়ল, বাঘুটিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য ওসমান আলী, স্থানীয় সমাজসেবক বিষ্ণুপদ দাস, খান জাহান আলী শেখ, বাঘুটিয়া ইউনিয়ন ইউনিয়ন মৎস্যজীবীলীগের আহ্বায়ক আব্দুল মজিদ, সদস্য সচিব জয়দেব ঘোষ, যুগ্ম আহবায়ক রনি হাসান, সুন্দলী ইউনিয়ন মৎস্যজীবীলীগের আহবায়ক সৌরভ মল্লিকসহ স্থানীয় আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়া অনুষ্ঠানের প্রধান অতিথি ইঞ্জিনিয়ার বিপুল ফারাজীর সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন,বাঘারপাড়া উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সহকারী অধ্যাপক নজরুল ইসলাম, সাবেক ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক শেখ ইউনুস আলী,
পৌর আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ফয়সাল আহমেদ মিল্টন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও নারিকেলবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আলমগীর সিদ্দিকী, জামদিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ফারুক হোসেন, ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি নুরুল ইসলাম,
বাঘারপাড়া উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উপদেষ্টা সুলতান মাহমুদ, বাঘারপাড়া উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি বুলবুল আহমেদ, সাধারণ সম্পাদক শের আলী মেম্বর, আওয়ামীলীগ নেতা সাদ্দাম হোসেন টুলু,
রায়পুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক শেখ পলাশ প্রমুখ। মতবিনিময় সভার আগে ও পরে বাঘুটিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় সরকারের উন্নয়ন প্রচারের লক্ষ্যে গণসংযোগ করেন যশোর-৪ নির্বাচনী এলাকার দলীয় মনোনয়ন প্রত্যাশী, তরুণ আওয়ামীলীগ নেতা ইঞ্জিনিয়ার বিপুল ফারাজী।
Leave a Reply