যশোরের মনিরামপুরে,উজ্জীবন সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে, বৃহস্পতিবার দুপুর দুইটা থেকে শুরু করে রাত আটটা পর্যন্ত ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ফ্রি মেডিকেল ক্যাম্পটি উদ্বোধন করেন উজ্জীবন সমাজকল্যাণ সংস্থার সভাপতি ডা. মোঃ আব্দুর রশীদ।
ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে ৭৫০ জনের অধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ঔষধ প্রদান করা হয়। মেডিকেল ক্যাম্পে রোগী দেখেন ডা.মোঃ আব্দুর রশীদ (অর্থোপেডিক সার্জারী), ডা.এস.এম. মাহবুবুর রহমান, ডা.রুমানা পারভীন (গাইনী ও অবস্), ডা. অনন্যা (মা ও শিশু)।
এছাড়াও মেডিকেল টেকনোলজিস্ট দ্বারা সুগার পরিক্ষা, ব্লাড প্রেসার পরিক্ষা, ব্লাড গ্রুপিং করা হয়।এ দিনে উজ্জীবন সমাজকল্যাণ সংস্থার অঙ্গ সংগঠন যশোর উজ্জীবন ব্লাড ফাউন্ডেশনের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী কেক কেটে উৎযাপন এবং সক্রিয় সেচ্ছাসেবীদের সনদ প্রদান করা হয়।
এসময় উজ্জীবন সমাজকল্যাণ সংস্থার সহ-সভাপতি অধ্যাপক মোঃ রুহুল কুদ্দুস বলেন, উজ্জীবন সমাজকল্যাণ সংস্থা প্রতিবছর এমন ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করার চেষ্টা অব্যাহত রাখবে,
এবং প্রান্তিক পর্যায়ের গ্রামের লোকদের জন্য ফ্রি চিকিৎসা করানোর ব্যবস্থা করবেন। এছাড়াও তিনি বলেন, শিক্ষা চিকিৎসা মানবকল্যাণ এই তিনটি লক্ষ্যে বাস্তবায়ন করার জন্য উজ্জীবন সমাজকল্যাণ সংস্থা নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।
Leave a Reply