প্রধানমন্ত্রীর ৭৭তম জন্মদিন উপলক্ষে এতিম শিশুদের খাবার খাওয়ালেন রেন্টু চাকলাদার। কারও বাবা নেই, কারও নেই মা। এমন এতিম শিশু ও কুরানে হাফেজদের পেট ভরে দুপুরে উন্নতমানের খাবার খাওয়ালেন যশোর পৌরসভার সাবেক মেয়র ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু।শুক্রবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে শহরের বিমানবন্দর রোডস্থ আরবপুর মোড়ে সংক্ষিপ্ত আলোচনা সভা ও বিশেষ মোনাজাত শেষে এতিমদের নিয়ে এই খাবারের আয়োজন করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে রেন্টু চাকলাদারের নিজ উদ্যোগে দুপুরের খাবারের আয়োজনে পাঁচ শতাধিক এতিম শিশু ও কুরানে হাফেজরা অংশ নেন।
অন্যান্য নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নিজ হাতে এতিম শিশুদের মাঝে খাবার পরিবেশন করেন রেন্টু চাকলাদার।এর আগে সংক্ষিপ্ত আলোচনা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
সারথি মিল দারুল কুরআন বালক বালিকা মাদরাসা থেকে আসা শিক্ষার্থী রাকিব হোসেন বলেন, অনেকদিন পর পেট ভরে ডাল, মাংস, ডিম আর দই দিয়ে পোলাও ভাত খেয়েছি। খুব ভালো লাগছে।
শহরের হুঁশতলা ফজলুর উলুম বাগে জান্নাত মাদরাসা ও এতিমখানার শিক্ষক আশিকুর রহমান বলেন, দ্বীনের শিক্ষা নিতে এসব এতিম শিশুরা মাদরাসায় পড়ছে। পরিবারের পক্ষ থেকে টাকা পয়সা দিতে পারে না। তাই এতিমখানা তাদের ঘরবাড়ি। এখানে খাবার মোটামুটি মানের। ভালোও না আবার খারাপও না।
যশোর জেলা ইমাম পরিষদের বেলায়েত হোসেন বলেন, এ রকম আয়োজন দেখে আমি মুগ্ধ হয়েছি। এতিমদের সঙ্গে বসে আমিও একবেলা খেয়েছি। তাদের সঙ্গে বসে খাবার খেতে পেরে শান্তি পেয়েছি।
যশোর পৌরসভার সাবেক মেয়র ও জেলা যুবলীগের সাধারণ জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এতিম-অসহায়-ক্ষুধার্তদের নিজে পাশে বসিয়ে খাওয়াতেন।
আমরা জাতির পিতার এ ধরনের মহতি কাজকে অনুসরণ করতে চাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ দেশের মানুষের আহার নিশ্চিত করতেই অবিরাম পরিশ্রম করে যাচ্ছেন। ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সুখী-সমৃদ্ধশালী স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সমাজের সব শ্রেণির মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জিয়াউল হাসান হ্যাপী, জেলা যুবলীগের সহ-সভাপতি রেজাউল ইসলাম রেজাউল, সহ-অর্থ বিষয়ক সম্পাদক কামাল খান পর্বত, সদর উপজেলা যুবলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মীর হাদিউজ্জামান চিমা, সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনির, পৌর যুবলীগের সদস্য এস এম শহিদ, দেলোয়ার হোসেন টিটু, শাহেদুর রহমান রনি, জেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ফয়সাল খান, বিমানবন্দর সড়ক জামে মসজিদের ইমাম ফারুক হোসেন, কারবালা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাহমুদ হোসেন প্রমুখ।
Leave a Reply