যশোরে পূর্বশত্রুতার জের ধরে যশোর সদরের দায়তলা গ্রামে হত্যার উদ্দেশ্যে মারপিটে জখম করার অভিযোগে পিতা-পুত্রকে আসামি করে মামলা হয়েছে।
যশোর সদরের দায়তলা গ্রামের সুলতান মোল্লার ছেলে আলমগীর হোসেন (৪২) ঘটনার ১১ দিন পর মামলা করেন। আসামিরা হচ্ছে, যশোর সদরের ফতেপুর গ্রামের মৃত সালামের ছেলে খোকন (৪৫) ও খোকনের ছেলে মহব্বত হোসেন (২০)।
মামলায় বাদি বলেন, আলমগীরের সাথে আসামিদের পূর্বশত্রুতা চলে আসছিলো। আলমগীর দায়তলা খালে পাট জাগ দেয়। এরপর ১৮ সেপ্টেম্বর পাটের আঁশ ছাড়ানোর কাজ করছিলো।
আসামিরা ওই দিন দুপুরে হাসুয়া, বাঁশের লাঠি নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আলমগীরকে উদ্দেশ্যে করে অকথ্য ভাষায় গালিগালাজ করে।
আলমগীর প্রতিবাদ করলে আসামি মহব্বত হাতের হাসুয়া দিয়ে হত্যার উদ্দেশ্যে আলমগীরের মাথা লক্ষ্য করে কোপ মারে। আলমগীর মাতা সরিয়ে নিলে বাম চোখে কোপ লেগে রক্তাত্ত জখম হয়।
এ সময় আলমগীর মটিতে পড়ে গেলে আসামি খোকন আলমগীরের সারা শরীরে এলোপাতাড়িভাবে মারপিট করে জখম করে। বাদি আলমগীরের স্ত্রী খবর পেয়ে স্বামীকে রক্ষা করতে আসলে আসামি খোকন বাদির স্ত্রীকেও মারপিট করে।
একপর্যায়ে আলমগীরের স্ত্রীর পরনের কাপড় টানা হেচড়া করে শ্লীলতাহানি ঘটনায়। আলমগীরের স্ত্রীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে গেলে আসামিরা হত্যার হুমকি দিয়ে চলে যায়।
এ বিষয়ে থানায় মামলা করতে গেলে থানায়, মামলা না নেয়ায় আলমগীর আদালতের স্মরনাপন্ন হন।
আদালতের বিজ্ঞ বিচারক ঘটনা আমলে নিয়ে ১১ দিন পর থানা থানা কর্তৃপক্ষকে নিদের্শ দিলে থানায় মামলা রেকর্ড করা হয়।
Leave a Reply