যশোরে পুলিশ আলাদা অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ চারজনকে আটক করেছে।পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির এএসআই আব্দুল কুদ্দুস জানিয়েছেন, গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে যশোর শহরে এমকে রোডস্থ একটি খাবার হোটেলের সামনে থেকে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে আটক করেছে।
এরা হলো, বকচর হুশতলা কবরস্থান পাড়ার শেখ রেজাউলের ছেলে শেখ অনিক ওরফে কালা মানিক (৩৩), সদর উপজেলার রামনগর গ্রামের আবুল কালামের ছেলে রাব্বি হোসেন (২৭) এবং শংকরপুর এলাকার দিদারের বাড়ির ভাড়াটিয়া মৃত শেখ আবুল কাশেমের ছেলে শেখ হুমায়ুন কবির মনা (৪৭)।
ডিবি পুলিশের এসআই শাহিনুর রহমান জানিয়েছেন, গত ২৮ সেপ্টেম্বর বেলা সোয়া একটার দিকে যশোর-ঝিনাইতহ সড়কের কাজী নজরুল ইসলাম ডিগ্রি কলেজের সামনে থেকে ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সোহাগ (৩১) নামে এক যুবককে আটক করা হয়। সে উত্তর ললিতাদহ কলোনীপাড়ার হায়দার আলীর ছেলে।
Leave a Reply