ফরিদপুর -৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন,সবাই যদি দেশের উন্নয়ন ও মঙ্গলের জন্য এগিয়ে আসে,তবেই এদেশ বঙ্গবন্ধুর সোনার বাংলা হিসেবে গড়ে উঠবে। তিনি বলেন, দেশ আজ উন্নয়নের মহাসোপানে রয়েছে। তিনি আজ( শুক্রবার) বিকেলে উপজেলার কালামৃধা ইউনিয়নের জাঙ্গাল গ্রামে মিয়াবাড়ি জামে মসজিদ চত্বরে প্রয়াত সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা আবুল হাসেম মিয়ার প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা ও দোয়ার অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বিগত ১০ বছরে আপনারা আমাকে ঈমানী দায়িত্ব দিয়েছেন তা যেন সঠিকভাবে পালন করতে পারি।আপনাদের দোয়া ও সমর্থন থাকলে যেকোন অপশক্তি মোকাবেলা করা সম্ভব।
আগামী নির্বাচনে তিনি সবার সহযোগিতা নিয়ে নির্বাচনী এলাকাকে এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দেন। তিনি প্রয়াত আবুল হাসেম প্রসঙ্গে বলেন, তিনি একজন মানবদরদী এবং দেশ প্রেমিক ছিলেন। তিনি এলাকার মানুষের জন্য কল্যানমূলক কাজ করে গেছেন,অনেক মানুষকে চাকুরী দিয়েছেন। আল্লাহ যেন তাকে জান্নাত নসীব করেন।
দোয়া মাহফিলে প্রয়াত আবুল হাসেম মিয়ার সন্তান দুদক পিপি আসাদুজ্জামান রানা বলেন, আপনারা যারা সম্মানিত অতিথিরা আমার বাবার দোয়ার অনুষ্ঠানে এসেছেন।
এজন্য আমি এবং আমার পরিবার কৃতজ্ঞ।আমি এলাকার মানুষের জন্য সহযোগীতা করতে পারলে ধন্য হবো। সাংবাদিক শাহাদাত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শাহাদাত হোসেন, উপজেলা চেয়ারম্যান এসএম হাবিবুর রহমান, জেলা পরিষদের সদস্য আশিক ইকবাল স্বপন মোল্লা,ইউপি চেয়ারম্যান রেজাউল মাতুব্ব।
উপস্থিত ছিলেন,ইউপি চেয়ারম্যান শাহজাহান হাওলাদার, সাবেক ইউপি চেয়ারম্যান লিটু মাতুব্বর অঙ্গীকার-৯২ সংগঠনের শ্রম ও জনশক্তি মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা আসাদুজ্জামান মোড়ল,
সাবেক ভিপি আকরামুজ্জামান মিঠু,রেজাউল করিম,হাবিবুর রহমানসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবৃন্দ। সভা শেষে তবারক বিতরণ করা হয়।
Leave a Reply