তথ্য কমিশনার শহিদুল আলম বলেছেন, রাষ্ট্রের দুর্নীতি বন্ধে দরকার সুশাসন প্রতিষ্ঠা। আর সুশাসন প্রতিষ্ঠার জন্য প্রয়োজন জনগণের তথ্য জানার অধিকার প্রতিষ্ঠা করা। তিনি শনিবার যশোর কালেক্টরেট সভাকক্ষে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আয়োজিত ‘তথ্যের অবাধ প্রবাহে ইন্টারনেটের গুরুত্ব’ শীর্ষক আলোচনা সভা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
তথ্য কমিশনার বলেন,’৭২ সালে এদেশের সংবিধান প্রণয়ন হলেও তথ্য অধিকার আইন প্রণয়ন হয় ২০০৯ সালে। বিলম্বে হলেও এটি প্রতিষ্ঠিত হয়েছে। তাই একে এগিয়ে নিয়ে যেতে সবারই কাজ করতে হবে। নতুন প্রজন্মের মধ্যে তথ্য অধিকার বিষয়ে আগ্রহ তৈরি হয়েছে, এটি আশার কথা।
এটি আরও বাড়াতে হবে। বৃহত্তর জনগোষ্ঠীর মধ্যে তথ্য অধিকার বিষয়ে সচেতনতা তৈরিতে সবার কাজ করতে হবে। তথ্য পাওয়াকে সহজ করতে কাজ করে যাবেন বলে তিনি উল্লেখ করেন। শহিদুল আলম বলেন, আগামীর বাংলাদেশকে দুর্নীতিমুক্ত স্মার্ট বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠায় সচেতনতা তৈরিতে যার যার জায়গা থেকে কাজ করার করতে হবে।‘ইন্টারনেটে তথ্য পেলে, জনমনে শান্তি মেলে’ এ প্রতিপাদ্য নিয়ে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তুষার কুমার পাল।
স্বাগত বক্তৃতা এবং তথ্য অধিকার আইন নিয়ে বিস্তারিত আলোচনা করেন এমআরডিআইয়ের নির্বাহী পরিচালক হাসিবুর রহমান মুকুর। এ সময় বক্তৃতা করেন অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জ্যোস্না আরা মিলি, গ্রামের কাগজ সম্পাদক মবিনুল ইসলাম মবিন,
ডা.আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজের অধ্যক্ষ ও জানাক সদস্য জেএম ইকবাল হোসেন ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউসুফ মিয়া।তথ্য কমিশন, যশোর জেলা প্রশাসন, এমআরডিআই, জাগ্রত নাগরিক কমিটি (জানাক), দ্যা এশিয়া ফাউন্ডেশন এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ২৪ জনের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন এমআরডিআইয়ের নির্বাহী পরিচালক হাসিবুর রহমান মুকুর।
এর আগে কালেক্টরেট চত্বরে তথ্য কমিশনার র্যালির উদ্বোধন করেন। র্যালিটি বঙ্গবন্ধুর ম্যুরাল ঘুরে একই জায়গায় এসে শেষ হয়।
Leave a Reply