“যদি করি রক্ত দান-বেঁচে যাবে শত প্রাণ” এ অঙ্গিকার নিয়ে এক ঝাঁক তরুণের ছোঁয়ায় প্রতিষ্ঠিত একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী ও মানব কল্যাণে নিয়োজিত চাঁপাইনবাবগঞ্জ জেলার ঐতিহ্যবাহী অন্যতম “আবিদ ফাউন্ডেশন এন্ড ব্লাড ডোনেট ইউনিট” এর ১ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন হলো চাঁপাইনবাবগঞ্জে।
শনিবার (৩০ সেপ্টেম্বর) বিকাল ৪ টায়, এ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ কল্যানপুর হর্টিকালচার সেন্টারের সন্মেলন কক্ষে আলোচনা সভা, কেক কাটা এবং ব্লাড ডোনারদেরকে পুরস্কার বিতরণের মাধ্যমে দিবসটির কর্মসূচি পালন করা হয়।
সংগঠনটির প্রতিষ্ঠাতা পরিচালক নুর আলম বাবুর সঞ্চালনায় ও পৌর কাউন্সিলর ইফতিখার আহমেদ (রঞ্জু)র সভাপতিত্বে অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক ও এরফান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোঃ এরফান আলী।
আলোচনা সভায় প্রধান অতিথি মোঃ এরফান আলী তার বক্তব্যে বলেন, আমাদের দেশের হাসপাতালগুলোতে এখনো প্রয়োজনের তুলনায় রক্তের সরবরাহ অনেক কম। প্রতিবছর অনেক রোগী রক্তের অভাবে মারা যায়।
এর কারণ রক্ত দান সম্পর্কে আমাদের অজ্ঞতা ও অমূলক কুসংস্কার। কেউ যদি স্বেচ্ছায় রক্ত দান করেন এতে যেমন একজন মুমূর্ষু রোগীর জীবন যেমন বাঁচে, তেমনি রক্তদাতা ও রক্তগ্রহীতার মধ্যে গড়ে উঠে সম্পর্কের সেতু বন্ধন।
তিনি তরুণ প্রজন্মের মধ্যে এমন উৎসাহ দেখে খুব খুশী হন। ব্লাড সংগ্রহে তরুণদের এমন মহতি উদ্যোগকে তিনি স্বাগত জানান। তাদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন তিনি।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনামসজিদ প্রেসক্লাবের সভাপতি এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার ও ব্লাড লাভার সংগঠনের উপদেষ্টা ফয়সাল আজম অপু। তিনি বক্তব্য বলেন, রক্তের বিকল্প কেবল মাত্র রক্তই। অন্য কিছুর বিনিময়ে তা পূরণীয় নয়।
আবিদ ফাউন্ডেশন এন্ড ব্লাড ডোনেট ইউনিট গত ১ বছর ধরে রক্ত সহ শিক্ষামূলক-সেবামূলক কাজ করে আসতেছে এছাড়াও ব্লাড গ্রুপ ক্যাম্পিং ও জনসচেতনামূলক বিভিন্ন প্রোগ্রাম করতেছে যা প্রশংসার দাবিদার।
একদিকে মানবতার চর্চা করে অসহায় মানুষের উচ্চতায় আসীন হবে। তিনি সংগঠনটির প্রচার প্রচারণা, আর্থিক সহ সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
আরও উপস্থিত ছিলেন , লাইফ কেয়ার ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক নাসিরুদ্দীন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আব্দুর রহিম প্রমূখ।
প্রতিষ্ঠাতা পরিচালক নুর আলম বাবু বলেন, আমাদের সংগঠনে ১৩৬৭ জন সদস্য সক্রিয় ভাবে রক্ত সংগ্রহ ও সরবরাহে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে।আমাদের এই সংগঠন কে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে এই প্রত্যাশা করি। পদ পদবী বড় কথা নয়। আপনার কর্ম আপনার পরিচয়।
আমি অতিশয় ক্ষুদ্র মানুষ তবুও আপনাদেরকে নিয়ে একটি ভালো কাজের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছি, আল্লাহ পাকের ইচ্ছা এবং আপনাদের সহযোগীতা পেলে ইনশাআল্লাহ আমরা নিশ্চয় ভালো কিছু করতে পারবো। রক্তের জন্য যেন কোনো প্রাণ না হারায় তার জন্য ডোনারদের সাথে আমাদের সব সময় যোগাযোগ রাখতে হবে।
পরবর্তী সময় মুমূর্ষদের রক্ত প্রদানসহ অসহায় ও দু:স্থদের মাঝে খাদ্য, বস্ত্র ও নগদ অর্থ বিতরণের ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি এই মানব কল্যানে বিত্তবানদের এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানান।
আলোচনা পর্ব শেষে আমন্ত্রীত সভাপতি, প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের সম্মাননা স্বারক উপহার দেয়া হয়। এছাড়া তিনটি রক্তদাতা স্বেচ্ছাসেবী সংগঠনকে সম্মাননা স্বারক উপহার দেয়া হয়।
তারা হলেন, প্রথম রক্তের খোজে আমরা, দ্বিতীয় মহারাজপুর ব্লাড ফাউন্ডেশন ও তৃতীয় চাঁপাই ব্লাড লাভার।
এছাড়াও চাঁপাইনবাবগঞ্জ জেলার সহযোগী ২৮ টি রক্ত দাতা সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
সব শেষে প্রধান অতিথি কেক কেটে অনুষ্ঠানে সবার মঙ্গল কামনা করেন, এবং সমাপ্ত ঘোষণা করেন।
Leave a Reply