ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেল চোর চক্রের ৫ সদস্যকে সুকৌশলে হাতে-নাতে আটক করেছে পুলিশ। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশ বৃহস্পতিবার (০৭ জুলাই) রাত থেকে শুক্রবার (০৮ জুলাই) বিকেল পর্যন্ত অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করে। চোর চক্রের আরও সদস্যকে আটক করতে অভিযান অব্যাহত রয়েছে। তথ্যটি নিশ্চিত করেন, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন।
আটককৃত ০৫ চোর চক্রের সদস্যরা হলেন, শিবগঞ্জ উপজেলার একবরপুর জব্বার- বিশ্বাসটোলা গ্রামের মোহাম্মদ ইদু ওরফে ইদুলের ছেলে শিমুল উরফে রাজু (২৫), গোমস্তাপুর উপজেলার বেগমনগর গ্রামের আমিরুল ইসলামের ছেলে আওয়াল আলী (২৫), শিবগঞ্জ উপজেলার রসুনচক গ্রামের ইব্রাহিম আলীর ছেলে খালেদ (২২), একই গ্রামের শমসের আলীর ছেলে মোঃ মকিম (২৮) ও মনাকষা গ্রামের সন্তোষ সাহার ছেলে সজিব সাহা (২৭)।
পুলিশ জানায়, সদর মডেল থানা পুলিশের অভিযানে শিবগঞ্জ এর বিভিন্ন এলাকা হতে তথ্য-প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দুই চোর শিমুল ওরফে রাজু ও আউয়ালকে একটি চুরি করা মোটরসাইকেলসহ হাতে-নাতে আটক করা হয়। পরে তাদের দেয়া তথ্যে অনুযায়ী অন্য তিন চোর চক্রের সদস্যকে আটক করা হয়। এসময় সদর উপজেলার টিকরামপুর ও রানীহাটি গ্রামের দুইটি বাড়ী হতে চুরি হয়ে যাওয়া দুটিসহ মোট চারটি মোটরসাইকেল, একটি এলইডি টিভি, দুটি মোবাইলফোনসহ বিভিন্ন ধরণের কাসার বাসনকোসন উদ্ধার করে পুলিশ।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন মুঠোফোনে বলেন, পুলিশ সুপার এএইচএম আব্দুর রকিবের নির্দেশনায় অভিযান পরিচালনা করেন, অতিরিক্ত পুলিশ সুপার (নবাবগঞ্জ সার্কেল) মোঃ আতোয়ার রহমান। আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। আরও চোর চক্রের সদস্যদের আটক করতে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
Leave a Reply