ময়মনসিংহের ভালুকায় অতিবৃষ্টির কারণে বন্যার পানিতে ভেসে গেছে মোঃ আসলাম খান নামে একজন মৎস্য খামারীর ২২ একর জমির মাছের চাষ। এদিকে খামারের বিপরীতে ব্যাংক ও খাদ্য কোম্পানীর প্রায় ২ কোটি টাকা দেনা পরিশোধে দিশেহারা হয়ে পড়েছেন ওই খামারী।
জানা যায়, আসলাম খান দীর্ঘদিন ধরে বাড়ির পাশে ভর বিলে মাছের চাষ করে আসছেন। অতিবৃষ্টির কারণে গত ৬ অক্টোবর উপজেলার সর্বত্র বন্যার পানি বৃদ্ধি পায়। উজান থেকে ২ থেকে ৩টি বিলের পানি আসলাম খানের খামারের বাধ কেটে পানি ঢুকিয়ে দেওয়া হয়। যার ফলে পানি উপচে বিলের দক্ষিনাংশে বাধ ভেঙে অনাবাদী আরেকটি বিলে তার খামারের মাছ চলে যায়।
আসলাম খান জানান, পতিত বিলে চলে যাওয়া মাছ স্থানীয় লোকজন নিয়ে জাল, ভানা ও বাঁশের খুঁটি দিয়ে আটকানোর ব্যবস্থা করেন। কিন্তু পরে লোভে পড়ে এলাকার কতিপয় লোক তার মাছ তাদের বলে দাবি করে। ইতোমধ্যে ওই ব্যক্তিরা ভেড় জাল দিয়ে তার মাছ ধরার অপতৎপরতা চালিয়ে যাচ্ছে।
এ ঘটনায় আসলাম খান গত ১৫ অক্টোবর উপজেলা নির্বাহী অফিসার বরাবরে লিখিত আবেদন করেছেন। ইউএনও এরশাদুল আহমেদ জানান, ঘটনাটি তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply