যশোরে নিজের ছুরিকাঘাতে বাবুল মোল্যা (৩৫) নামে এক যুবক আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে মাগুরা শালিখার সীমাখালী গ্রামে।
তিনি শহরের উপশহরস্থ ট্রাক স্ট্যান্ড বস্তীতে বসবাস করেন। বর্তমানে তিনি যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন।
আহত বাবুলের মা তাসলিমা খাতুন জানান, তার ছেলে বাবুল প্রতিবন্ধী। সে মাগুরা শালিখার সীমাখালী গ্রামে আত্মীয়ের বাড়িতে বেড়াতে যায়।
সেখানে না বলে প্রতিবেশির জলপাই গাছে জলপাই পাড়ছিল। স্থানীয়রা তাকে চিনতে না পেরে মারধোর করে।
এতে ক্ষিপ্ত হয়ে নিজের হাতে থাকা চাকু নিজের পেটে আঘাত করে।
এতে তিনি রক্তাক্ত জখম হন। এসময় তার আত্মীয়রা বিষয়টি জানতে পেরে তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বিচিত্র মল্লিক জনান, তার কোমরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। তবে তিনি আশংকা মুক্ত রয়েছেন।
Leave a Reply