এখন পর্যন্ত দেশব্যাপী বিভিন্ন পর্যায়ে ২৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সেন্টার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। আজ নতুন আরও ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধনের মাধ্যমে এ সংখ্যা দাঁড়াবে তিনশটিতে।
উদ্বোধনী অনুষ্ঠানে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খানের সভাপতিত্বে এতে বক্তব্য দেন সৌদি আরবের মসজিদ-ই-নববীর ইমাম শায়খ ড. আব্দুল্লাহ বিন আব্দুর রহমান আল বুয়াইজান, তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নাজিবুল বশর মাইজভান্ডারী, ঢাকা নেছারিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ কাফিলুদ্দিন সরকার সালেহী, ধর্ম সচিব মু. আ. হামিদ জমাদ্দার প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাফেজ রুহুল আমিন মাদানী, জাতীয় মসজিদের খতিব মুফতি রুহুল আমিন, বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলানসহ মন্ত্রী পরিষদের সদস্য, সংসদ সদস্য ও সরকারের পদস্থ কর্মকর্তাসহ সারাদেশ থেকে প্রায় এক লাখ প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম এ সম্মেলনে যোগ দেন।
এদিন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ ইমাম ও বিশ্বজয়ী হাফেজদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধানমন্ত্রী।
নতুন মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রগুলোর বৈশিষ্ট্য
নতুন মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রগুলোতে রয়েছে আধুনিক সুযোগ-সুবিধা। এগুলোতে রয়েছে মসজিদ, ইসলামিক লাইব্রেরি, ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র, দোকানপাট, গণশিক্ষা কেন্দ্র, বিনোদন কেন্দ্র, শিশুদের খেলার মাঠ, ক্রীড়া সামগ্রী, ইত্যাদি।
এই মসজিদগুলোতে ধর্মীয় শিক্ষা ও প্রশিক্ষণের পাশাপাশি সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডেরও ব্যবস্থা থাকবে। এগুলোতে ইসলামিক জ্ঞান ও সংস্কৃতির বিকাশ ও প্রচার-প্রসারের পাশাপাশি সামাজিক উন্নয়নেও ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
প্রধানমন্ত্রীর বক্তব্য
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর বক্তব্যে বলেন, মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রগুলো দেশের ইসলামিক শিক্ষা ও সংস্কৃতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এগুলোতে ধর্মীয় শিক্ষা ও প্রশিক্ষণের পাশাপাশি সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডেরও ব্যবস্থা থাকবে।
তিনি বলেন, ইসলাম শান্তি ও সম্প্রীতির ধর্ম। এই ধর্মের শিক্ষা অনুসরণ করে আমরা সবাই মিলে একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারি।প্রধানমন্ত্রী এ সময় নতুন মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রগুলোর সুষ্ঠু পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
Leave a Reply