আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-২ (সিরাজগঞ্জ সদর:কামারখন্দ ) আসনে ভোটারদের দ্বাড়ে দ্বাড়ে যাচ্ছেন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী প্রার্থীরা। ইতিমধ্যেই মনোনয়ন প্রত্যাশীরা পোস্টার, ব্যানার সেটে দিয়ে নিজেদের কে প্রার্থী হিসেবে জানান দিচ্ছেন।
সরকারের উন্নয়ন তুলে ধরে করছেন উঠান বৈঠক, গণসংযোগের পাশাপাশি ব্যক্তিগত লিফলেট বিতরণ করে নৌকা প্রতীকে ভোট ও দোয়া চেয়ে যাচ্ছেন।
প্রার্থীদের মধ্যে রয়েছেন বর্তমান সংসদ সদস্য ডা:হাবিবে মিল্লাত মুন্না । তিনি সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ আসনে আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীক পেয়ে পরপর দুইবার সংসদ সদস্য নির্বাচিত হন। বর্তমান সরকারের উন্নয়ন কার্যক্রম মানুষের কাছে তুলে ধরে নৌকার প্রচার-প্রচারণা করছেন সভা-সমাবেশ ও উঠান বৈঠক। তিনি এই আসনে আওয়ামি লীগের হয়ে আবারও মনোনয়ন চাইবেন।
ড.জান্নাত আরা হেনরী তিনি যুগ্ন সাধারন সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ, সিরাজগঞ্জ জেলা শাখা , পদে আছে।
তিনি প্রয়াত আওয়ামী লীগ নেতা সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের অমৃত্যু সভাপতি মরহুম মোতাহার হোসেন তালুকদার পুত্রবধূ ড.জান্নাত আরা হেনরী । তিনিও আওয়ামী লীগ থেকে এমপি মনোনয়ন চাই।
বর্তমান সরকারের উন্নয়ন তুলে ধরে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে আগে থেকেই সভা-সমাবেশ, উঠান বৈঠক, গনসংযোগ ও ব্যাক্তিগত লিফলেট বিতরন করে সকলের নিকট দোয়া চাইছেন। তিনি বলেন,
আমি একজন মুক্তিযোদ্ধা সন্তান,বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে শেখ হাসিনার নির্দেশনা মোতাবে সিরাজগঞ্জ বাঁশির জন্য কাজ করে যাব। তিনি বলেন সকল জনতা আমাকে ভোট দেওয়ার জন্য আগ্রহী ,
তারা সবাই আমাকে ভোট দিবে আমি জনতার কাছে এগিয়ে আছি ব্যক্তিগতভাবে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছি, আমি সিরাজগঞ্জের সংসদ সদস্য মনোনয়ন পাওয়ার পরে, বিপুল ভোটে জয় লাভ করে, সংসদ সদস্য হয়ে সিরাজগঞ্জে ব্যাপক উন্নয়ন ঘটাবো।
শেহেরিন সেলিম রিপন আওয়ামী লীগের দলীয় মনোনয়নের জন্য মাঠে আছে । বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর শহীদ ক্যাপ্টেন এম.এ.মনসুর আলীর বড় নাতি শেহেরিন সেলিম সিরাজগঞ্জে দিনভর নৌকার পক্ষে উন্নয়ন প্রচার-প্রচারনা করেছেন। ব্যক্তিগতভাবে সহায়তার হাত বাড়াচ্ছেন। করছেন মোটরসাইকেল শোডাউন, সমাবেশ ও উঠান বৈঠক করে ।
তিনি বলেন :আমার দাদা ক্যাপ্টেন এম.মনসুর আলী বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের নেতৃত্বে বাংলাদেশ স্থপতি ও কারিগরের মধ্যে অন্যতম একজন। তিনি দেশ ও দেশের মানুষের জন্য বিশেষ করে সিরাজগঞ্জবাসী উন্নয়ন করেছেন, সেবা করেছেন, মানুষের সুখে-দুখে পাশে থেকেছেন। মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। তিনি দেশ ও বঙ্গবন্ধুর সাথে বিশ্বাস ঘাতকতা করেননি। তিনি দেশ এবং বঙ্গবন্ধুর জন্য জীবন বিসর্জন দিতে দিয়েছেন। আমার বাবা আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ছিলেন। সিরাজগঞ্জের সংসদ সদস্য ছিলেন। তিনি মানুষের জন্য সততার সাথে কাজ গেছেন। আমার শরীরে তাদের রক্ত বহমান।
আমি কিভাবে বিদেশপাড়ি জমিয়ে বিলাস বহুল জীবন উপভোগ করতে পারি? বাপ-দাদার দেশ প্রেমের রক্তের
টান আমাকে দেশে নিয়ে এসেছে। শহীদ ক্যাপ্টেন এম. মনসুর আলীর তৃতীয় প্রজন্ম হিসেবে আমি রাজনীতির মাঠে নেমেছি। ওভারঅল আমার একটাই কথা আমি আমার দাদা এবং বাবার মতো দেশের জন্য বিশেষ করে সিরাজগঞ্জের মানুষের জন্য কাজ করতে চাই। আর একজন পার্লামেন্ট সদস্যই মানুষের দু:খ-কষ্ট অনুধাবন করে মানুষের স্বার্থের বিষয়গুলো পার্লামেন্টে উপস্থাপন করে সরকারের মাধ্যমে তা বাস্তবায়ন করতে পারেন।
সে লক্ষ্য নিয়ে আমি মাঠে নেমেছি। আশা করছি দেশরত্ন শেখ হাসিনা আমাকে তার নেতৃত্বে সিরাজগঞ্জবাসীর জন্য কাজ করার সুযোগ দিবেন-ইনশাআল্লাহ।
আমিনুল ইসলাম (ঝন্টু)ভাইস চেয়ারম্যান, জাতীয় পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটি। ও সভাপতি সিরাজগঞ্জ জেলা শাখা, তিনি সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ-২ আসনে জাতীয় পার্টির পক্ষে ভোট চাচ্ছে ও সিরাজগঞ্জে দিনভর জাতীয় পার্টির উন্নয়নের পক্ষে প্রচার-প্রচারনা করেছেন। করছেন মোটরসাইকেল শোডাউন, সমাবেশ ও উঠান বৈঠক করছেন। তিনি বলেন বাংলাদেশের যত উন্নয়ন হয়েছে সমস্ত উন্নয়ন জাতীয় পার্টি থাকা কালীন হয়েছে। সিরাজগঞ্জের সকল উন্নয়ন জাতীয় পার্টি করেছে, আবারো জাতীয় পার্টি কে ভোটে তুললে সিরাজগঞ্জে উন্নয়ন হবে বলে জানান তিনি।
এদিকে সিরাজগঞ্জ বিএনপি জামায়াত থেকে এমপি মনোনয়ন প্রত্যাশী একাধিক ব্যক্তির নাম শোনা গেলেও মাঠ পর্যায়ে তাদের কার্যক্রম চোখে পড়ছে না।দলীয় নেতাকর্মীদের নামে বিভিন্ন রাজনৈতিক মামলা কোনঠাসা অবস্থায় রয়েছে তারা।
Leave a Reply