গাজায় ইযরায়েলি সেনাবাহিনীর হামলার প্রতিবাদ, গণহত্যা বন্ধ ও মুক্ত প্যালেস্টাইনের দাবিতে সম্মিলিত সাংস্কৃতিক জোট যশোর জেলা শাখার উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার সকালে প্রেসক্লাব যশোরের সামনে এ কর্মসূচি পালিত হয়।
এতে সভাপতিত্ব করেন সম্মিলিত সাংস্কৃতিক জোট যশোর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি দীপংকর দাস রতন।
দাবির প্রতি সংহতি প্রকাশ করে বক্তব্য দেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি যশোর জেলা শাখার সভাপতি হারুন অর রশীদ, সাধারণ সম্পাদক সাজেদ রহমান বকুল,
জেলা শিল্পকলা অ্যাকাডেমির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহমুদ হাসান বুলু, সুরবিতান সংগীত অ্যাকাডেমির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বাসুদেব বিশ্বাস, আবৃত্তি ও নাট্য শিল্পী আব্দুল আফ্ফান ভিক্টর,
স্পন্দন যশোরের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, উদীচী যশোরের সম্পাদকম-লীর সদস্য আসিফ আকবর নিপ্পন, পুনশ্চ যশোরের সাধারণ সম্পাদক পান্না দে, চাঁদের হাটের আমিন মোহাম্মদ বাবু প্রমুখ।
সঞ্চালনা করেন সম্মিলিত সাংস্কৃতিক জোট যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক সানোয়ার আলম খান দুলু।
প্যালেস্টাইনী নিপীড়িত জনগণের প্রতি সংহতি প্রকাশ করে বক্তারা অবিলম্বে যুদ্ধ বন্ধ করার দাবি জানিয়েছেন।
Leave a Reply