বার্মিজ চাকু দেখিয়ে ভয়ভীতি দেখানোর অপরাধে সাব্বির মোল্যা নামে এক যুবককে আটক করেছে কোতয়ালি থানা পুলিশ। সোমবার রাতে শহরের পালবাড়ি মোড়ের যাত্রীছাউনির সামনে থেকে তাকে আটক করা হয়।
আটক সাব্বির মোল্যা শহরের ঘোপ ডিআইজি রোডের বাসিন্দা শফিকুল মোল্যার ছেলে। এ ঘটনায় দ্রুত বিচার আইনে কোতয়ালি থানায় মামলা হয়েছে।
মামলার অভিযোগে জানা গেছে, সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে পালবাড়ি মোড়ের যাত্রী ছাউনির সামনে অভিযান চালিয়ে সাব্বির মোল্যাকে আটক করা হয়। এসময় তার সহযোগী বিল্লাল হোসেন পলিয়ে যায়।
পুলিশ আটক সাব্বির মোল্যার কাছ থেকে একটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়। আটক সাব্বির ও তার সহযোগী যাত্রী ছাউনির সামনে চাকু দেখিয়ে উপস্থিত লোকজনকে ভয় দেখাচ্চিল।
এ ঘটনায় আটক সাব্বির ও তার সহযোগীর বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা করেছেন এসআই রফিকুল ইসলাম। গতকাল আটক সাব্বির মোল্যাকে আদালতে সোপর্দ করেছে কোতয়ালি থানা পুলিশ।
Leave a Reply