ভারতের জম্মু ও কাশ্মীরের অমরনাথ তীর্থকেন্দ্রে প্রবল বৃষ্টির কারণে বড় বিপর্যয়ের ঘটনা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত অন্তত ১৫ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, নিখোঁজ রয়েছেন বহু পুণ্যার্থী।
হিমালয়ের প্রত্যন্ত ওই তীর্থকেন্দ্রে উদ্ধারকাজ পরিচালনা করছে ভারতের জাতীয় এবং রাজ্য স্তরের বিপর্যয় মোকাবিলা বাহিনী।উদ্ধারকাজে অন্যরাও যোগ দিয়েছে।
গতকাল শুক্রবার বিকেলের দিকে জম্মু-কাশ্মীরের অমরনাথ গুহা এবং স্থানীয় কালীমাতার মাঝামাঝি একটি এলাকায় অল্প সময়ের মধ্যে ব্যাপক বৃষ্টি হয়। এর ফলে পানির উচ্চতা বেড়ে যায় এবং প্লাবন সৃষ্টি হয়। এতে পূণ্যার্থীদের ২৫টির মতো শিবির ভেসে যায়।
ভারতের ইন্দো টিবেটান সীমান্ত পুলিশবাহিনী হেলিকপ্টার নিয়ে উদ্ধারকাজে যোগ দিয়েছে।
গতকালের বৃষ্টিতে অমরনাথ গুহার ওপর থেকে হঠাত্ করেই পানি নামতে শুরু করে। এরপর প্রবলবেগে সেখানে পানি ঢুকতে শুরু করে। বেশ কয়েকটি সূত্রের বরাত দিয়ে দাবি করা হচ্ছে, ওই এলাকার কাছে ১০ থেকে ১২ হাজার পুণ্যার্থী ছিলেন।
সূত্র: আনন্দবাজার পত্রিকা, এনডিটিভি
Leave a Reply