তিন দিনের ব্যবধানে কেজিতে ৪৫ থেকে ৫০ টাকা বেড়ে প্রতিকেজি পেঁয়াজ বন্দরে পাইকারিতে বিক্রি হচ্ছে ৯৫-১০৫ টাকা কেজি দরে। হঠাৎ করে পেঁয়াজের দাম বৃদ্ধির ফলে বিপাকে পড়েছেন পাইকার ও কমিশন ব্যবসায়ীরা।
মঙ্গলবার (৩১ অক্টোবর) ভোমরা স্থল বন্দর ঘুরে দেখা যায়, পূজার ছুটি পর গত বৃহস্পতিবার হিলি স্থলবন্দরে আমদানি করা পেঁয়াজ বিক্রি হয়েছে ৬০ থেকে ৬৫ টাকা কেজি দরে। সেই পেঁয়াজ শনিবার বন্দরে বিক্রি হয়েছে ৮৫ থেকে ৯০ টাকা কেজিতে, আর আজ সোমবার সেই পেঁয়াজ বিক্রি হচ্ছে ৯৫ থেকে ১০৫ টাকা কেজি দরে।
এদিকে খুচরা বাজারে প্রভাব পড়তে শুরু করেছে ইতিমধ্যে গত বৃহস্পতিবার শুক্রবার ৮০-৯০ টাকা দরে বিক্রি হওয়া পেঁয়াজ সোমবার বিক্রি হচ্ছে ১২০-১৩০ টাকা দরে।
ভোমরা স্থল বন্দরের কমিশন ব্যবসায়ী সাদ্দাম হোসেন বলেন, হঠাৎ করে পেঁয়াজের দাম বেড়েছে। দাম বাড়ায় আমরা বিপাকে পড়েছি। আগেই ৬০-৭০ টাকায় বিক্রি হওয়া পেঁয়াজ, এখন ৯৫ থেকে ১০০ টাকা বেচতেছি ওপারে পেঁয়াজের দাম বেশি তার উপরে আবার শুল্ক বৃদ্ধি পেয়েছে বিধায় আমরা ও বেশি দামে বিক্রি করছি।
অারিজুল নামের এক ব্যবসায়ী জানান, পেঁয়াজের দাম দফায় দফায় বাড়ার কারণে আমাদের সমস্যায় হচ্ছে। আমরা বন্দর থেকে মাল কিনে বিভাগসহ বিভিন্ন জেলা শহরে পাঠায়। কিন্ত পেঁয়াজের দাম বেশি হওয়াতে বিপাকে পড়েছি ওপারে দিকে বেশি দামে পেঁয়াজ নিতে চাচ্ছে না!
নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যাবসায়ী বলেন, ভারতের বাজার ঠিক রাখতে তারা দাম বৃদ্ধি করেছে একই সাথে ভারত সরকার অতিরিক্ত ভ্যাট বাড়িয়েছে। প্রতিবছর তারা হুট করে এ ধরনের কাজ করে।
ভোমরা কাস্টমস্ ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এসোসিয়েশন (সিএন্ডএফ) সাধারণ সম্পাদক এ.এস. এম. মাকছুদ খান জানান, ভারতে দাম বৃদ্ধির প্রভাব দেশের বাজারে পড়েছে। পাশাপাশি রপ্তানি মূল্য বৃদ্ধি করেছে ভারত সরকার। আগে ২০৫ মার্কিন ডলারে পেঁয়াজ আমদানি হলেও বর্তমানে ভারত সরকার সেটি বাড়িয়ে নির্ধারণ করেছে ৮০০ মার্কিন ডলার।
এতে করে ভারত থেকে পেঁয়াজ আমদানি করতে প্রতিকেজিতে খরচ পড়বে ৮৮ টাকার মতন। ভ্যাট বাড়ানোর পর রোববার ভোমরা স্থলবন্দরে ভারতীয় ২ ট্রাকে মাত্র ৬০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছিলো এবং আরও ৫০ ট্রাকের বেশি ভারতী পাশে ভোমরা বন্দরে প্রবেশের জন্য অপেক্ষায় রয়েছে আশাকরি আজ সব ট্রাক প্রবেশ করবে।
দাম বৃদ্ধির কারণ
ভোমরা স্থল বন্দরের আমদানিকারক ও ব্যবসায়ীদের মতে, ভারতের বাজারে পেঁয়াজের দাম বৃদ্ধির কারণে দেশের বাজারে দাম বেড়েছে। এর পাশাপাশি ভারত সরকার পেঁয়াজের রপ্তানি মূল্য বৃদ্ধি করেছে। এতে করে আমদানিকারকদের খরচ বেড়েছে। ফলে তারা বেশি দামে বিক্রি করছেন।
বাজারে প্রভাব
পেঁয়াজের দাম বৃদ্ধির ফলে নিম্ন আয়ের মানুষের জন্য পেঁয়াজ কেনা কঠিন হয়ে পড়েছে।
অনলাইন ডেস্ক
Leave a Reply