লোহাগাড়ায় ৬টি উচ্চ বিদ্যালয়, ৩টি মাদ্রাসা ও ১টি মসজিদের উন্নয়নের জন্য অনুদানের চিঠি প্রদান করা হয়েছে।
৭ নভেম্বর, মঙ্গলবার সকালে চট্টগ্রাম জেলা পরিষদের পক্ষ থেকে দেওয়া অনুদানের চিঠি হস্তান্তর করলেন লোহাগাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল।
জনাব জিয়াউল হক চৌধুরী বাবুলের আন্তরিক সহযোগিতা ও প্রচেষ্ঠায় ১০টি প্রতিষ্ঠানে অনুদানের আবেদন অনুমোদন করেন চট্টগ্রাম জেলা পরিষদ
প্রতিষ্ঠানের নামগুলো হল যথাক্রমে কলাউজান ডাঃ এয়াকুব বজলুর রহমান উচ্চ বিদ্যালয়,বড়হাতিয়া এশাতুল উলুম ফাজিল ডিগ্রী মাদ্রাসা, পশ্চিম কলাউজান খাদিতাজুল কোবরা মাদ্রাসা,
পুটিবিলা উচ্চ বিদ্যালয়, লোহাগাড়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসা, আধুনগর গুল-এ-জার বালিকা উচ্চ বিদ্যালয়, মোস্তাফা বেগম গালর্স হাই স্কুল, চুনতি শাহ আতাউল্লাহ মাদ্রাসা,আধুনগর উচ্চ বিদ্যালয়, পশ্চিম আমিরাবাদ দেওয়ান অালী জামে মসজিদ।
স্কুলের প্রধান শিক্ষক,মাদ্রাসার অধ্যক্ষ ও মসজিদ কমিটির সভাপতির কাছে এসব চিঠি হস্তান্তর করেছেন লোহাগাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল।
এ সময় আধুনগর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ নাজিম উদ্দিনসহ স্কুলের প্রধান শিক্ষক,মাদ্রাসার অধ্যক্ষ ও মসজিদ কমিটির সভাপতি উপস্থিত ছিলেন।
Leave a Reply