শনিবার বিকাল উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে বাংলাদেশ যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় বক্তব্যে রাখেন উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক কামরুজ্জান লিটন, জহুরপুর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন যুবলীগের সভপতি আসাদুজ্জামান মিন্টু,
উপজেলা যুবলীগ নেতা ও পৌর কাউন্সিলর ফয়সাল আহম্মেদ, উপজেলা যুবলীগ নেতা রুবেল রানা, সনজিত বিশ্শ্বাস , ফারুক হোসেন,তরিকুল ইসলাম, কিশোর কুমার প্রমুখ।
যুবলীগের আহবায়ক রাজিব রায় বলেন যুবলীগ বাংলাদেশের প্রথম ও সর্ববৃহৎ যুব সংগঠন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক প্রথিতযশা সাংবাদিক শেখ ফজলুল হক মনি ১৯৭২ সালের ১১ নভেম্বর এই সংগঠনটি প্রতিষ্ঠা করেন। বঙ্গবন্ধুর আদর্শের অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও শোষণমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামে যুব সমাজকে সম্পৃক্ত করার লক্ষ্যে এই সংগঠনটি প্রতিষ্ঠিত হয়।
তিনি আরো বলেন বঙ্গবন্ধুর হাতে গড়া এই যুবলীগ দীর্ঘ ৫ দশকের বেশি সময় ধরে দীর্ঘ লড়াই-সংগ্রাম ও হাজারো নেতাকর্মীর আত্মত্যাগের মাধ্যমে সু সংগঠতি হয়েছে।
যুবলীগ দেশ গড়ার কাজে নেতৃত্ব দেওয়ার জন্য যুবসমাজকে সংগঠিত করেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুবলীগ প্রতিষ্টা করেছিলেন, যুবলীগ একটি গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক সংগঠন। যুবলীগের লক্ষ্য ও উদ্দেশ্য হলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে দেশ গড়া। অনুষ্ঠান টি সঞ্চালনা করেন যুবলীগ নেতা হাদীউজ্জামান হাদী।
Leave a Reply