সাতক্ষীরার তালায় মানসিক ভারসাম্যহীন এক নারী ফুটফুটে একটি ছেলেসন্তান জন্ম দিয়েছেন,তবে মেলেনি নবজাতকের পিতার পরিচয়। মা-ছেলে এখন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। সোমবার (১৩ নভেম্বর) রাতে উপজেলার খলিষ খালিতে রাস্তার পাশে সন্তান প্রসব করলে বিষয়টি স্থানীয়দের নজরে আসে।
তালার উপজেলা নির্বাহী কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা ও কৃষি কর্মকর্তার তত্ত্বাবধানে এবং স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন সহানুভূতির সভাপতি মো. আলিম প্রসূতি মায়ের পাশে দাঁড়ান। নবজাতকসহ মাকে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রয়োজনীয় সেবা নিশ্চিত করেন।
তালা উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুমনা শারমিন বলেন, মা ও নবজাতকের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। এখন পর্যন্ত নবজাতকের বাবার সন্ধান মেলেনি।
তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিয়া শারমিন বলেন, প্রসূতি মা ও নবজাতকের জন্য সব সুযোগ সুবিধা দেওয়া হবে।
একই সঙ্গে বাচ্চাটি কেউ দত্তক নিতে চাইলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আগে যাচাই চলবে, পরে সিদ্ধান্ত নেওয়া হবে।
Leave a Reply