আগামী ৭ জানুয়ারি বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়ে চট্টগ্রাম লোহাগাড়া উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক মোহাম্মদ জহির উদ্দিনের নেতৃত্বে আনন্দ মিছিলবের হয়।
গতকা ৮ টার সময় লোহাগাড়ার বটতলী মোটর স্টেশন থেকে আনন্দ মিছিল বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক গুলো প্রদক্ষিণ করে উপজেলা যুবলীগের দলীয় কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়ে শেষ হয়।
মিছিলে উপস্মোথিত ছিলেন সাইফূল ইসলাম, আব্দুল্লাহ আল সাায়েম,জিয়াবূল হক,মিকরাচ উদ্দিন পিন্চু, এইচ এম গনি সম্রাট, ছরোয়ার কামাল সহ সকল নেতৃবৃন্দ।
বক্তারা সরকারের সকল উন্নয়নের কথা তুলে ধরে বলেন, দেশের উন্নয়ন দেখে জামায়াত – বিএনপির চোখ অন্ধকার হয়ে যেন অন্ধ হয়ে গেছে, তারা দেশের কোন উন্নয়ন না কি দেখতে পারছেনা।
দেশের উন্নয়ন ব্যাহত করতে বিদেশিদের কাছে কুলশিত করতে হরতাল, অগ্নি সন্ত্রাস, জালাও পুড়াও,অবরোধের নামে পুলিশ হত্যা,সাংবাদিক পেটানোর মতো অরাজকতা সৃষ্টি করেই চলেছে।
সেই কারন আমাদের সকল ভেদাভেদ ভুলে কাধে কাঁধ মিলিয়ে ও আওয়ামীলীগ কে আবার সংসদে পাঠিয়ে দেশের উন্নয়ন ধারা অব্যহত রাখতে হবে।
Leave a Reply