গত ১৫ নভেম্বর সন্ধ্যায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে সিইসি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তফসিল ঘোষণা করায় চট্টগ্রামের লোহাগাড়ায় আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
১৬ নভেম্বর বিকেলে চট্টগ্রাম-১৫ সাতকানিয়া-ৃলোহাগাড়ার সংসদ সদস্য প্রফেসর ড.আবু রেজা মুুহাম্মদ নেজামুদ্দিন নদভীর পক্ষ থেকে লোহাগাড়া সদরে বটতলী স্টেশনে বিশাল আনন্দ মিছিল সম্পন্ন করা হয়।
মিছিলে শেখ হাসিনা সরকার,বার বার দরকার,এমপি নদভীর সালাম নিন,নৌকা মার্কায় ভোট দিন। নৌকা,শেখ হাসিনা, নদভী ভাই বলে বলে স্লোগানে মুখরিত হয়ে নেতাকর্মীরা আনন্দ উল্লাস করেন।
এতে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, সদরের চেয়ারম্যান আলহাজ্ব নুরুচ্ছাফা চৌধুরী, লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগ নেতা এইচ এম গনি সম্রাট,
দক্ষিণ জেলা যুবলীগের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক মিয়া মোঃ শাহজাহান, লোহাগাড়া উপজেলা যুবলীগের আহবায়ক মোঃ জহির উদ্দিন,আওয়ামী লীগ নেতা আনিস উল্যাহ, পুটিবিলা ইউপি চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর হোসেন
মানিক,আমিরাবাদ ইউপি চেয়ারম্যান এসএম ইউনুচ, আধুনগর ইউপি চেয়ারম্যান মোঃ নাজিম উদ্দিন,কলাউজান ইউপি চেয়ারম্যান মোঃ আবদুল ওয়াহেদ,পদুয়া ইউপির সাবেক চেয়ারম্যান মোঃ জহির উদ্দিন,
লোহাগাড়া উপজেলা জাতীয় শ্রমিকলীগের সাধারণ সম্পাদক নুরুল হক নুনু,উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক আবদুল হান্নান মোঃ, ফারুক, লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন আহবায়ক মোঃ মিজানুর রহমান মিজান,
পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয়ের সভাপতি এসএম জাবেদ করিম,লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি একেএম আসিফুর রহমান চৌধুরী,লোহাগাড়া উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম চৌধুরী,
উপজেলা ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক বোরহান ছোবাহান, বার আউলিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র’লীগের সভাপতি আরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল হারুন সাঈদিসহ আওয়ামী লীগ,যুবলীগ, কৃষকলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।
Leave a Reply