নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খান বলেছেন, ভোটারদের কেন্দ্রে নিয়ে আসাটা আমাদের নয়, প্রার্থীর দায়িত্ব। তারা ভোটার উপস্থিতি বাড়ানোর চেষ্টা করবে।
নির্বাচন নিয়ে আমাদের ওপর কোনো চাপ নেই বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) রাশিদা সুলতানা। তিনি বলেন, আমরা কোনো চাপের ওপর বিশ্বাসী না।
ঝিনাইদহ প্রতিনিধি : নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) আহসান হাবিব খান বলেছেন, ভোটারদের কেন্দ্রে নিয়ে আসাটা আমাদের নয়, প্রার্থীর দায়িত্ব। তারা ভোটার উপস্থিতি বাড়ানোর চেষ্টা করবে। তবে অল্প লিগ্যাল ভোটেও একজন এমপি হবে। এতে আইনগত কোনো বাধা নেই। বৃহস্পতিবার দুপুরে তিনি ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ঝিনাইদহ, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মাগুরা ও মেহেরপুরের জেলা প্রশাসক, পুলিশ সুপার, নির্বাচন কর্মকর্তা, ইউএনও, ওসিসহ নির্বাচন সংশ্লিষ্ট সকলের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় নির্বাচন ও আইন-শৃঙ্খলা পরিবেশ নিয়ে তিনি বিভিন্ন দিকনির্দেশা দেন। ঝিনাইদহ জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলামের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
নির্বাচনে কেন্দ্রের বাইরের পরিবেশ কেমন হবে জানতে চাইলে তিনি বলেন, এ ব্যাপারে আমরা বসে সিদ্ধান্ত নেব যে ভোটারদের আসা-যাওয়ার রুটগুলো কীভাবে সুরক্ষিত করা যায়। তবে আমরা নতুন আইন করেছি। যদি কেউ বাড়ি থেকে ভোটকেন্দ্রে আসতে বাধাগ্রস্ত হয়, তাহলে যেই বাধা দিক না কেন তার জন্য সর্বনিম্ন তিন বছর ও সর্বোচ্চ পাঁচ বছরের জেল দেওয়ার আইন করা হয়েছে।
নির্বাচন কমিশনার সাংবাদিকদের আরও বলেন, আমরা সবাইকে নিয়ে আলোচনায় বসার চেষ্টা করেছি। অনেকেই আমাদের ডাকে সাড়া দিয়েছেন। আর যারা দেননি তাদেরকে আমরা আনুষ্ঠানিকতা বাদে অনানুষ্ঠানিকভাবেও আলোচনার আহŸান জানিয়েছি। আমরা বারবার বলেছি, আসুন কথা বলি। তারা আমাদের স্বীকারই করেনি। তারপরও কারও সঙ্গে দেখা হলে তাদের অনুরোধ করে বলি, কিন্তু কোনো অজানা কারণে পরবর্তীতে আর আলোচনায় আসতে চান না।
বিদেশিদের নিয়ে তিনি বলেন, যারাই আমাদের কাছে এসেছে যেমন ইউরোপীয় ইউনিয়ন, কমনওয়েলথ তাদেরকে আমরা প্রশ্ন করেছি যে, আমরা যে ২১ মাসে ১ হাজার ৩০০ নির্বাচন করেছি আপনাদের কি কোনো অবজারভেশন নেই? আরও কি করলে ভালো হয় তাও তারা কোনো কথা বলেন না। তারা জানে যে, আমরা সাংবিধানিক পদে আছি। সাংবিধানিকভাবেই নির্বাচন করছি। সংবিধানের সুরক্ষায় নির্বাচন করাটা জরুরি।
ইসি রাশেদা : নির্বাচন নিয়ে আমাদের ওপর কোনো চাপ নেই বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) রাশিদা সুলতানা। তিনি বলেন, আমরা কোনো চাপের ওপর বিশ্বাসী না। আমরা আমাদের মতো যতটুকু যেভাবে করণীয় সংবিধান সম্মতভাবে ইলেকশন করা দরকার সে পথে হাঁটছি। কোনো চাপ নেই।
বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের অডিটারিয়ামে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় ও নীলফামারী জেলার রিটার্নিং কর্মকর্তা এবং নির্বাচন সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাদের সমন্বয়ে প্রস্তুতিমূলক সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
রাশিদা সুলতানা বলেন, সকল কর্মকর্তার সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে। আমাদের ইচ্ছা অবাধ সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ নির্বাচন হবে। ভোটাররা আসবেন, ভোটাধিকার প্রয়োগ করবেন।
বিএনপি এই নির্বাচন অংশগ্রহণ না করলে অংশগ্রহণমূলক হবে কিনা বা আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পাবে কিনা-এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, এই প্রশ্নের উত্তর আমাদের সিইসি মহোদয় দিয়েছেন। এখানে নতুন করে কিছু বলার নেই। এখন যেটা আমাদের সামনে করণীয় ইলেকশন এটা করতে হবে। এ সময় সিভিল প্রশাসন, পুলিশ, র্যাব, বিজিবি ও আনসারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Leave a Reply