যশোর সদরের নিউ ফাইভ স্টার ক্লাব আয়োজিত ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে সদরের বাজেদূর্গাপুর আঞ্জুমান মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
ক্লাবটির সভাপতি ও সদরের দেয়াড়া ইউপি চেয়ারম্যান আনিছুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন যশোর কোতোয়ালি থানার ওসি আব্দুর রাজ্জাক।
মুক্তেরসরী স্টার ক্লাব বনাম হযরত ফুটবল একাডেমি মধ্যকার ফাইনাল খেলা ২-২ গোলের সমতা নিয়ে শেষ হয়। পরে ট্রাইবেকারের মাধ্যমে হযরত ফুটবল একাডেমি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেন অতিথিবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন, মুক্তেরসরী স্টার ক্লাবের সভাপতি নূরে আলম রুবেল, সাধারণ সম্পাদক ও সাংবাদিক ইউনিয়ন যশোরের সাধারণ সম্পাদক এসএম ফরহাদ,
সদরের আরবপুর ইউনিয়নের সংরক্ষিত মহিলা মেম্বার রোজিনা আক্তার, সদরের বাজেদূর্গাপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান শিমুল, ক্লাবটির সাধারন সম্পাদক রাহাজ্জান আলী, ইউপি মেম্বার ইসমাইল হোসেন প্রমুখ।
ছুটির দিনে ফুটবল খেলার ফাইনাল ম্যাচ উপভোগ করতে নির্ধারিত সময়ের পূর্বে মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। দূর-দূরান্ত থেকে ছুটে আসেন সকল শ্রেণিপেশার মানুষ।
গত ১৫ সেপ্টেম্বর ১৬টি দল নিয়ে উদ্বোধনী ম্যাচ শুরু হয়। দীর্ঘ দুইমাস পর শুক্রবার মুক্তেরসরী স্টার ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় হযরত ফুটবল একাডেমি।
ফাইনাল খেলায় রেফারির দায়িত্ব পালন করেন শফিকুল ইসলাম ও লাইসম্যানের দায়িত্বে ছিলেন,
লাবু জোয়ার্দার ও মেহেদী হাসান। সম্পূর্ণ খেলাটির ধারাভাষ্যকারে ছিলেন, শাহাজামান হোসেন বাদশা।
Leave a Reply