লোহাগাড়া থানার অন্তর্গত পহরচাঁদা শালবন বৌদ্ধ বিহারে দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসবে সভাপতি’র আসন অলংকৃত করেছেন বড়হাতিয়া বোধি নিকেতন বিহারের অধ্যক্ষ, বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভা’র যুগ্ম মহাসচিব ভদন্ত শুদ্ধানন্দ মহাস্থবির,
প্রধান ধর্মদেশকের আসন অলংকৃত করেছেন পূর্ণাচার আন্তর্জাতিক বিহারের অধ্যক্ষ ভদন্ত আর্যপ্রিয় মহাস্থবির, সদ্ধর্ম দেশকের আসন অলংকৃত করেছেন কুমিল্লা নৈড় পাড় আর্যধাম বিহারের অধ্যক্ষ ভদন্ত জ্যোতি বিপুলানন্দস্থবির,
প্রধান আলোচকের অলংকৃত করেছেন সাতকানিয়া -লোহাগাড়া বৌদ্ধ ঐক্য পরিষদের যুগ্ম সম্পাদক বাবু তুষার বড়ুয়া, সংবর্ধিত অতিথি’র আসন অলংকৃত করেছেন চকরিয়া থানার অন্তর্গত মানিকপুর গ্রামের জন্মজাত কৃতি সন্তান বিশিষ্ট দানশীল ব্যক্তিত্ব,
সমাজ সেবক বাবু শান্তিপ্রিয় বড়ুয়া, বাবু তপন বড়ুয়া,সাতকানিয়া থানার অন্তর্গত শীলঘাটা গ্রামের বিশিষ্ট সমাজ সেবক বাবু আদিত্য বড়ুয়া, শিক্ষক রাহুল বড়ুয়া, বাবু সাগর বড়ুয়া,
পুরাণগড় মহাবোধি বিহারের সভাপতি শিক্ষক পলাশ বড়ুয়া, সাতকানিয়া লোহাগাড়া বৌদ্ধ যুব পরিষদের নব নির্বাচিত সভাপতি বিশিষ্ট দানশীল ব্যক্তিত্ব বাবু হৃদয় বড়ুয়া
সহ আরো অনেক দূর দূরান্ত গ্রাম থেকে পূজনীয় ভিক্ষু সংঘদান, উপাসক-উপাসিকা এসে অনুষ্ঠান কে সাফল্য মণ্ডিত করেছেন সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।
Leave a Reply