রাজশাহীতে পাটখড়িবোঝাই চলন্ত ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ট্রাকটি পুড়ে গেছে।
বিষয়টি নিশ্চিত করে নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, রোববার রাত আড়াইটার দিকে নগরীর কাজলা মোড়ে একটি পাটখড়িবোঝাই চলন্ত ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।তিনি জানান, অবরোধে সমর্থকরা আগুন দিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এরইমধ্যে তাদের শনাক্তের কাজ চলছে। এই ঘটনায় মামলা করবে ট্রাকটির মালিক।
সূত্র: আরটিভি অনলাইন ডেস্ক
Leave a Reply