সংসদ সদস্য পদে হেভিওয়েট প্রার্থী হিসেবে প্রতিবারই আলোচনায় থাকেন সাবেক মেয়র এম মনজুর আলম। গত তিনটি নির্বাচনে একাধিক আসনে আলোচনায় ছিলেন তিনি।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রেকর্ড সংখ্যক প্রার্থী আওয়ামী লীগের মনোনয়নপত্র নিলেও ব্যতিক্রম ছিলেন তিনি। কোনো আসন থেকেই মনোনয়নপত্র নেননি। দেননি নির্বাচনী দৌড়-ঝাপ। তবে হঠাৎ স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়ে ফের এসেছেন আলোচনায়।
চট্টগ্রাম-১০ (ডবলমুরিং-হালিশহর-পাহাড়তলী) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে হঠাৎ করে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন সাবেক মেয়র এম মনজুর আলম। এই আসনে নৌকার টিকেট পেয়েছেন বর্তমান সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চু।
এম মনজুর আলম গণমাধ্যমকে বলেন, ৫০ বছরের বেশি সময় রাজনীতি করছি, মানুষের সেবা করছি। ভেবেছিলাম এবার চুপচাপ থাকব। কিন্তু বিনা ভোটে কেউ যাতে বিজয়ী হতে না হন সেই নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। তাই স্বতন্ত্র থেকে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি।
অনলাইন ডেস্ক
Leave a Reply