নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা দলীয় মনোনয়ন পাওয়ার পর তাঁর সমর্থকরা মোটরসাইকেল শোভাযাত্রা করে আমার বাড়ির সামনে এসে উল্লাস করা ও পটকা ফোটানো এটা কিসের লক্ষন ? অথচ এর আগে সংসদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার সময় মনোনীত প্রার্থী দলের শীর্ষ নেতাদের সাথে কথা বলে ও সমন্বয় করে মনোনয়নপত্র সংগ্রহ করতেন।
কিন্তু এবারই প্রথম দলীয় নেতা-কর্মীদের মূল্যায়ন করা হয়নি। নড়াইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু বুধবার (২৯ নভেম্বর) বিকেলে তার শহরের কুড়িগ্রাম এলাকার বাসভবনে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন।
তিনি আরও বলেন, আমি ও বর্তমান এমপি মাশরাফী নড়াইল-২ আসনে এমপি মনোনয়ন প্রত্যাশী ছিলাম। কেন্দ্রীয় কমিটি মাশরাফীকে মনোনয়ন দিয়েছে। এটা দলীয় সিদ্ধান্তের বিষয়। মনোনয়ন পাবার পর মাশরাফী আমাকে ফোন করলেও তাঁর উচিত ছিল দলের সবাইকে নিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করা। দীর্ঘ ৪০ বছর যাবৎ রাজনীতি করছি। আমার এমপি হবার আকাংখা থাকবে এটাই স্বাভাবিক।
কিন্তু মনোনয়ন পেয়ে দলীয় নেতা-কর্মীদের অবমূল্যায়ন করেছে, যা দলের জন্য মঙ্গল নয়। দলীয় প্রার্থীর পক্ষে কাজ করবেন কিনা এ প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরাতো দলের বাইরে নই। আমরাতো কাজ করতে চাই। তিনি দলীয় নেতা-কর্মীদের এড়িয়ে চলছেন এবং অবমূল্যায়ন করছেন। স্বতন্ত্র প্রার্থী হয়ে বা কোনো স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করবেন কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, স্বতন্ত্র প্রার্থী হবো না।
তবে কার পক্ষে কাজ করবো তা মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন দলীয় নির্দেশনা ও বাস্তব পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেব। এ বিষয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডঃ সুবাস চন্দ্র বোস বলেন, মাশরাফীর মনোনয়নপত্র সংগ্রহের দিন জেলা আওয়ামী লীগের অফিসে সবাইকে একত্রিত হবার জন্য নোটিশ করা হয়।
এছাড়া সাধারণ সম্পাদককে আমি নিজে থাকার জন্য বলেছি। এ বিষয়ে মাশরাফী আমাকে জানায় সেও নাকি জেলার সাধারণ সম্পাদককে জানিয়েছে। তবে সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলুর বাড়ির সামনে উল্লাস বা পটকা ফোটানোর বিষয় আমি জানিনা। বর্তমান অবস্থা আসন্ন নির্বাচনে প্রভাব পড়বে কিনা এ প্রশ্নে তিনি বলেন, আমার বিশ্বাস দলীয় প্রার্থীর বিরুদ্ধে কেউ অবস্থান নেবে না।
সবাই এক কাতারে এসে কাজ করবে বলে বিশ্বাস করি। প্রসঙ্গত, নড়াইল-২ আসনের বর্তমান এমপি মাশরাফী বিন মোর্ত্তজা দলীয় মনোনয়ন পেয়েছেন। গত ২৭ নভেম্ববর মাশরাফী বিন মোর্ত্তজার পক্ষে জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ সুবাস চন্দ্র বোসসহ কয়েকজন নেতা মনোনয়ন পত্র সংগ্রহ করেন। আজ (বৃহস্পতিবার) মনোনয়নপত্র জমা দেওয়া হবে।
অনলাইন ডেস্ক
Leave a Reply