দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৫ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি এম এ মোতালেব সিআইপি ।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন বিশ্বাসের নিকট মনোনয়ন পত্র জমা দেন তিনি।
মনোনয়ন ফরম জমা দানকালে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য, স্বাধীনতা চিকিৎসক পরিষদ(স্বাচিপ) কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডাঃ আ.ম.ম মিনহাজুর রহমান,
লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী,দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য শাহিদুল কবির সেলিম, লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরু,
সাতকানিয়া পৌরসভা মেয়র,দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ জুবায়ের, সাতকানিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা রিকল চাকমা, লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান, এওছিয়া ইউপি চেয়ারম্যান আবু ছালেহ,
সাতকানিয়া ইউপি চেয়ারম্যান মোঃ সেলিম উদ্দিন, বাজালিয়া ইউপি চেয়ারম্যান তাপস কান্তি দত্ত,সোনাকানিয়া ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন, পশ্চিম ঢেমশা ইউপি চেয়ারম্যান রিদুয়ানুল হক সুমন,
লোহাগাড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রিদুওয়ানুল হক সুজন, সাধারণ সম্পাদক হুমায়ন কবির,যুগ্ন সাধারণ সম্পাদক ইমরান হোসেন রকি,সাতকানিয়া উপজেলা ছাত্রলীগর সভাপতি মোহাম্মদ আলী,লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এরশাদুর রহমান রিয়াদসহ অন্যান্য নেতৃবৃন্দরা।
চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে স্বতন্ত্র পদে সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব এম. এ মোতালব সিআইপি বলেছেন,আমিও মনোনয়ন চেয়েছিলাম নৌকা প্রতীকে।তবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশেষ কারণে মনোনয়ন ফরম আমাকে জমা দেয়নি।
স্বতন্ত্র,প্রার্থী হতে কোন বাঁধা নেই।সাতকানিয়া-লোহাগাড়ার মানুষের ভালবাসা নিয়ে স্বতন্ত্র পদে প্রার্থী হয়েছি। আমি আশা করেছি জনগণ আমাকে মূল্যায়ন করবেন।
Leave a Reply