এবার রেললাইন থেকে ৭২টি ফিসপ্লেট ক্লিপ খুলে নিয়েছে দুর্বৃত্তরা। স্থানীয়রা দেখে ফেলায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছে চিলাহাটি থেকে খুলনাগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি। নীলফামারীর ডোমার উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের বাগডোকরা প্রধানপাড়া দোলা এলাকায় বুধবার (১৩ ডিসেম্বর) ভোররাতে এ ঘটনা ঘটে। এতে ডোমার-চিলাহাটি রেলপথে প্রায় দেড় ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিলো।
এলাকাবাসী জানায়, এদিন ভোররাতে ওই এলাকায় তারা রেললাইনের লোহা লস্কর খোলার শব্দ শুনতে পাওয়া যায়। এরপর এগিয়ে গিয়ে দেখতে পায়, একদল দুর্বৃত্ত রেললাইনের ফিসপ্লেট পিন খুলে ফেরছে। এসময় তারা জোটবদ্ধ হয়ে দুর্বৃত্তদের ধাওয়া দেয়। এতে দুর্বৃত্তরা পালিয়ে গেলেও বস্তায় রাখা ৭২টি ফিসপ্লেট ক্লিপ উদ্ধার হয়।
বোড়াগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম রিমন বলেন, এলাকাবাসীর ধাওয়ায় দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে তাদের ফেলে যাওয়া একটি বস্তা থেকে ৭২ পিস ফিসপ্লেট ক্লিপ উদ্ধার হয়। এরপর রেলের লোকজন এসে লাইন মেরামত করার পর প্রায় দেড় ঘণ্টা পর খুলনার উদ্দেশ্যে চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে যায়।
নীলফামারী স্টেশন মাস্টার ওবায়দুর রহমান রতন বলেন, লাইন মেরামত করা হলে প্রায় দেড় ঘণ্টা পর ট্রেনটি সেখান থেকে ছেড়ে যায়। এদিকে রাজশাহী থেকে ছেড়ে আসা বরেন্দ্র একপ্রেস ট্রেনটিও দেড় ঘণ্টা ডোমার স্টেশনে আটকা পড়ে।
ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল আলম বলেন, আমি ঘটনাস্থলে দেখতে পাই রেললাইনের প্রায় ৭২টি ফিসপ্লেট খোলা হয়েছে। ডোমার উপজেলার ওপর দিয়ে রেললাইনের একটি বড় অংশ গেছে। আমরা সরকারকে অবহিত করবো যাতে যে স্থান দিয়ে রেললাইন গেছে সে স্থানের নিরাপত্তা জোরদার করা হয়। এছাড়া আমরা রেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছি, তারা আমাদের কাছে যে ধরনের সহযোগিতা চাইবেন আমরা তাদেরকে সে ধরনের সহযোগিতা প্রদান করব।
অনলাইন ডেস্ক
Leave a Reply